Sunday, February 28, 2021

বীজপুরে তৃণমূলের প্রার্থী নিয়ে কোন্দল চরমে, সেলিব্রিটি হবার সম্ভাবনা প্রবল

বিল্টু কাশ্যপঃ ভোটের দামামা বেজে গিয়েছে। গেরুয়া, ঘাসফুল, বাম-কংগ্রেস জোট  ময়দানে নেমে পড়েছে। তবে বীজপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নিয়ে কাজিয়া তুঙ্গে। অত্যন্ত সুকৌশলে চলছে একে অপরকে ল্যাঙ মারার খেলা। সূত্র বলছে, এই কেন্দ্রে স্থানীয় স্তরে যিনিই প্রার্থী হবেন তার পাল্টা শিবিরের লোকজনের মধ্যে দলছাড়ার সম্ভবনা ততই প্রবল। সূত্র বলছে, বীজপুরের এক তৃণমূল নেতা ( বিজেপি ছেড়ে আসা) প্রার্থী হবার জোরদার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু তার বিরোধী গোষ্ঠীর লোকজন তা মানতে নারাজ। নির্ভরযোগ্য সূত্র বলছে, গেরুয়া ছেড়ে ঘাসফুলে আসা ওই নেতাকে আটকাতে এই কেন্দ্রের 'মহিলা গোষ্ঠী' কালিঘাটের দ্বারস্থ হয়েছেন। কাঁচড়াপাড়ার বাসিন্দা এক ছাত্র নেতাকে প্রার্থী করতে ওই মহিলা গোষ্ঠী শীর্ষ নেতৃত্বের কাছে দরবার করছেন। এই মহিলা গোষ্ঠী ছাড়াও বাগমোড় অঞ্চলের এক নেতা, কাঠগোলা এলাকার এক নেতা এবং এক যুব নেতা শিবির প্রার্থীপদ আটকাতে মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সমস্ত বিরোধী গোষ্ঠী ঘনিষ্ঠ মহলে বলেছেন, ওই নেতার রাজনৈতিক স্টাইল তাদের অপছন্দ। রাজ্য পরিবর্তন ঘটলে ওই নেতা পালিয়ে যাবেন। কিন্তু তারা কি করবেন, তা নিয়ে উদ্বিগ্ন। বিশেষ সূত্র বলছে, গোষ্ঠী কোন্দল ঠেকাতে শীর্ষ নেতৃত্ব টলিউডের কাউকে প্রার্থী করতে চাইছেন। সেই তালিকায় নাম উঠে এসেছে রাজ চক্রবর্তীর। আর ওই নেতাকে জগদ্দল কেন্দ্রে প্রার্থী হবার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও ওই কেন্দ্রে প্রার্থী হতে তিনি নারাজ। তবে যাইহোক, প্রার্থীর একাধিক নাম নিয়ে বীজপুরের আকাশে-বাতাসে জোর চর্চা চলছে। স্বভাবতই, নেত্রীর ঘোষণার দিকে তাকিয়ে উভয় শিবির।

চাকরির পরীক্ষা দিতে এসে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল সোদপুরের পূজার

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ শত চেষ্টা করেও একটা চাকরী জোটেনি। তবুও লড়াই চালিয়ে যাচ্ছিল। পরিবারে আর্থিক অবস্থা স্বচ্ছল ছিল না। নিজের একাগ্রতায়  পড়াশুনা চালিয়ে একটা চাকুরির চেষ্টা করছিল। ইচ্ছে ছিল, পরিবারের পাশে দাঁড়ানো। কিন্তু সেই স্বপ্ন অধরা থেকে গেল সোদপুর শেঠ কলোনীর বাসিন্দা বছর ত্রিশের পূজা দত্তের। রবিবার সকালে ট্রেনে চেপে ব্যারাকপুরে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষা দিতে আসার সময় টিটাগড়ে ট্রেন থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা তাঁকে পড়ে থাকতে দেখে রেলপুলিশের সাহায্য নিয়ে  ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু  চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পূজার মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সোদপুর শেঠ কলোনীতে।

বাংলায় হিংসা ও দাঙ্গার রাজনীতি চলছে তোপ মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ বাংলায় হিংসা ও দাঙ্গার রাজনীতি চলছে। রবিবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এদিন তিনি বললেন, দক্ষিণেশ্বর মন্দিরে এসে মা-কে দর্শন করে আমি ধন্য হয়েছি। তাঁর অভিযোগ, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মার খাচ্ছে। বাড়িঘর ভাঙচুর করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ১৩০ জন কার্যকর্তাকে হত্যা করা হয়েছে। তবে এঁদের  বলিদান ব্যর্থ হবে না। শিবরাজের সংযোজন, এখন তৃণমূল মানে তোড়ো-মারো-কাটো। তিনি বললেন, এই পবিত্র মাটিতে রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ জন্মেছেন। আর এখানেই জয় শ্রীরাম ধ্বনি দিলেই দিদিমণি ক্ষেপে লাল হয়ে যাচ্ছেন। দিদিমণি বাংলাকে পুরো বরবাদ করে ছেড়েছেন। কাটমানির যে খেলা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, তা নিন্দার।
 এখানে তুষ্টিকরনের রাজনীতি চলছে। সরস্বতী পুজোয় বিরোধ করা হচ্ছে। তিনি দাবি করেন, ওরা যতই মারপিট করুক, বাংলায় পরিবর্তন হবেই। তিনি বলেন, জয় মা কালী কলকাত্তাওয়ালী, তেরা বচন না জায়ে খালি।

Saturday, February 27, 2021

ভোরে ঘরে ঢুকে বিজেপি কর্মী ও তার বৃদ্ধা মা'কে মারধর করল তৃনমূলের দুষ্কৃতীরা নিমতায়

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ শনিবার ভোর রাতে বিজেপি কর্মী এবং তার বৃদ্ধা মা-কে মারধোর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থল নিমতা থানার উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ড।  অভিযোগ উঠেছে, এদিন ভোর রাতে একদল দুষ্কৃতী চড়াও হয়  বিজেপি কর্মী গোপাল মজুমদারের বাড়িতে। দরজা ভেঙে তিন দুষ্কৃতী ঘরের ভেতর ঢুকে ঘুম থেকে তুলে গোপালকে পেটায়। ওরা মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করে। মার খেয়ে নিচে পড়ে গেলে এলোপাথাড়ি লাথি মারা হয়।  আক্রান্ত বিজেপি কর্মীর অভিযোগ, তার অসুস্থ বৃদ্ধা মা-কে ওরা মারধোর করেছে। এদিন সকালে তিনি নিমতা থানায় অভিযোগ দায়ের করেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
 তৃনমূলের দাবি, ওদের গোষ্ঠী কাজিয়ায় এই ঘটনা ঘটেছে। ওরা তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে।

Friday, February 26, 2021

ক্রীড়া প্রশিক্ষকের স্মরণে প্রতিযোগিতা কাঁচরাপাড়ায়

কিশোর দাসঃ কাঁচরাপাড়ার কৃতী অ্যাথলিটদের দুদিন ব্যাপী ক্রীড়া ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ক্লাবের শিক্ষণ শিবিরে।  প্রয়াত খ্যাতনামা অ্যাথলিট প্রশিক্ষক দেবব্রত (দেবু) চ্যাটার্জির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন। ২২ শে ফেব্রুয়ারি ছোটদের স্বল্প দূরত্বের দৌড় এবং পুরুষ ও মহিলাদের শটপুট খেলা হয়। ২৩ শে ফেব্রুয়ারি সারাদিন ব্যাপী চলে ৮টি দলের ভলিবল প্রতিযোগিতা। খেলায়  বিজয়ী হয় কাঁচরাপাড়ার ভূত বাগান অ্যাথলেটিক ক্লাব ও রানার্স চুঁচুড়ার অগ্রদূত সংঘ। জানা গেছে, এই প্রতিযোগিতার পুরস্কার প্রদানের সহযোগিতার হাত বাড়িয়ে দেন দেবু চ্যাটার্জির পরিবারের সদস্যরা। এছাড়া বাকি পুরস্কার প্রদানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ক্লাব কর্তা শম্পা দাস, আরোজ মন্ডল প্রমুখরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীজপুর থানার আইসি ত্রিগুণা রায়। 
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ ক্রীড়া ব্যক্তিত্ব সতীন্দ্র চন্দ্র চক্রবর্তী জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় সঞ্জয় ঘোষ, প্রয়াত প্রশিক্ষকের ভ্রাতা দেব কুমার চ্যাটার্জী, ও আইসিসির সভাপতি ও সম্পাদক সঞ্জয় ভারতী, সুবীর রাজ, আম্বেদকর বিদ্যালয়ের কর্ণধর রাজু প্রসাদ।

Thursday, February 25, 2021

বাংলায় তোলাবাজি, সিন্ডিকেট, চালচোর, ত্রিপল চোরদের টিকাকরণের দাওয়াই দিলেন জে পি নাড্ডা

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ শুধু করোনা টিকাকরন নয়, এবার বাংলায় চাল চোর, কাটমানি ও তোলাবাজি টিকাও লাগবে।  বৃহস্পতিবার বিকেলে ব্যারাকপুর আনন্দপুরী খেলার মাঠে এভাবেই মমতার সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। গতকাল হুগলির ডানলপের সভায় মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলার জনতাকে বিনা মূল্যে করোনা টিকা দেওয়া হবে। এদিন টিকাকরন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, আয়ুষ্মান, কিষান সম্মান নিধি প্রকল্পের টিকা লাগবে। তাছাড়া চাল চোর, কাটমানি, তোলাবাজির বিরুদ্ধে যে টিকা লাগবে, তা আমরা তৈরি করবো। এই টিকা লাগবে মে মাসে। এদিন মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে নাড্ডা বলেন, মমতাদিকে বিশ্রামে পাঠাতে হবে। আর বিজেপিকে কাজ দিতে হবে। বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে আয়ুষ্মান ভারত ও কিষান সন্মান  নিধি প্রকল্প চালু হবে। তাঁর অভিযোগ, বাংলায় মা-বোনেরা সুরক্ষিত নন। ধর্ষণের ঘটনায় শীর্ষে এই বাংলা। হিংসার ঘটনায় সর্বাগ্রে বাংলা। ব্যারাকপুরে মনীশ শুক্লাকে হত্যা করা হয়েছে। তৃণমূল গুন্ডারা তাকে খুন করে মেরে স্ত্রীর সিঁদুর মুছে দিয়েছে।
এদিনের সভায় হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জননেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, সাংসদ অর্জুন সিং, পরিবর্তন যাত্রার নবদ্বীপ জোনের প্রমুখ কল্যাণ চৌবে, রাহুল সিনহা, রিতেশ তেওয়ারী, বিধায়ক যথাক্রমে পবন কুমার সিং, শীলভদ্র দত্ত, সুনীল সিং ও শুভ্রাংশু রায় সহ ব্যারাকপুর জেলার সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য।

Wednesday, February 24, 2021

শ্যামনগরে আক্রান্ত প্রাক্তন কাউন্সিলর সহ তিন বিজেপি কর্মী, দুষ্কৃতীদের বোমাবাজি

নিজস্ব প্রতিনিধিঃ পরিবর্তন যাত্রা উপলক্ষ্যে বুধবার রাত ন'টা নাগাদ শ্যামনগর পাওয়ার হাউজ মোড়ে দলীয় ঝান্ডা লাগাচ্ছিলেন বিজেপি কর্মীরা।  অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আচমকা তাদের ওপর হামলা চালায়। দুষ্কৃতী হামলায় জখম হয়েছেন রাম অবতার প্রসাদ, অজয় ভগত ও গনেশ। প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা রাম অবতার প্রসাদের আঘাত গুরুতর। তাঁর মাথা ফেটে গিয়েছে। অভিযোগ, হামলা চালানোর পর দুষ্কৃতীরা ব্যাপক বোমাবাজি করে পাওয়ার হাউজ মোড়ে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

কলকাতায় অর্জুন, শুভেন্দু, রাজীবের মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ যাওয়ার আগে দিদিমণি বাংলায় জরুরি অবস্থা সৃষ্টি করতে চাইছেন। বুধবার কলকাতার লেবুতলা পার্কে যোগদান মেলায় হাজির হয়ে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তাঁর কথায়, দিদিমণি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন। উনি এখন রাজনৈতিক লড়াই ছেড়ে ব্যক্তিগত লড়াইতে নেমেছেন। এদিন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কিছু পুলিশ যা করছেন, আগামীদিনে তার ফল খারাপ হবে। ওদের জন্য নিউটনের তৃতীয় সূত্র লাগু হবে। তৃণমূল দলটাকে বিঁধে সাংসদ অর্জুন সিং বলেন, তৃণমূলের মরা গরুগুলোকে দিদিমণি অক্সিজেন দিতে চাইছেন। কিন্তু ওরা আর অক্সিজেন নিতে পারছে না। ৭৫ বছরের এক জোকারকে উনি ঝুলি থেকে বের করেছেন। বলছেন খেলা হবে। দিদিমণির খেলা শেষ হয়ে গিয়েছে। 
২০২১ সালে তিনি নবান্ন থেকে বিদায় নেবেন। এদিনের যোগদান মেলায় হাজির ছিলেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি মুকুল রায়, জননেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এদিন মিছিল করে লেবুতলা পার্কে যাবার সময় সাংসদ অর্জুন সিংয়ের কনভয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

কাঁচরাপাড়ায় পরিবর্তন যাত্রা আটকাল পুলিশ, ব্যারিকেড ভাঙতেই লাঠিচার্জ, উত্তেজনা চরমে

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ বীজপুরে ঢোকার মুখে বিজেপির পরিবর্তন যাত্রা আটকে দিল পুলিশ। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি নেতা-কর্মীদের। কল্যানী এক্সপ্রেসওয়ের কাঁপা মোড়ে পুলিশ ব্যারিকেড করে রাখে। সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকে বিজেপি কর্মীরা। তখনই পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। লাঠির আঘাতে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। এদিন সকালে নীলগঞ্জ বাজার থেকে পরিবর্তন যাত্রা শুরু হয়।
শিউলি পঞ্চায়েত এলাকা প্রদক্ষিণ করে পরিবর্তন যাত্রা আসে কল্যানী এক্সপ্রেসওয়ের ওয়ারলেস মোড়। সেখান থেকে মোহনপুর কুন্ডু বাড়ি মোড়, কয়রাপুর পেরিয়ে বাসুদেবপুর মোড়। সেখানে পরিবর্তন যাত্রাকে পুষ্প বৃষ্টি করে স্বাগত জানান ব্যারাকপুর জেলা কমিটির সহ-সভাপতি অরুণ ব্রহ্মের নেতৃত্বে দলীয় কর্মীরা। এখানে মঞ্চে বক্তব্য রাখেন সাংসদ অর্জুন সিং। এরপর পরিবর্তন যাত্রা কল্যানী এক্সপ্রেসওয়ে ধরে ভাটপাড়ার পানপুর মোড়, নৈহাটির সাহেব কলোনী মোড় পেরিয়ে এগোয় কাঁচরাপাড়া কাঁপা মোড়ের দিকে। 
তার আগে থেকেই পুলিশ কাঁচরাপাড়া ঢোকার মুখে ব্যারিকেড করে রাখে। এরপরই উত্তেজনা বাড়তে থাকে। ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপি পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গী। রয়েছেন বিধায়ক শুভ্রারাংশু রায়, ব্যারাকপুর জেলার সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য, কল্যাণ চৌবে সহ জেলা নেতৃত্ব। তাাঁরা পরিবর্তন যাত্রার ট্যাবেলো ছাড়াই হেঁটে বাগমোড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

Monday, February 22, 2021

পছন্দের লোক নিয়ে টিম তৈরি করা চলবে না হুঁশিয়ারি অর্জুন সিংয়ের

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ নিজেদের পছন্দের লোকজন নিয়ে 'টিম' তৈরি করা চলবে না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সোমবার ব্যারকপুরে আগামী ২৫ ফেব্রুয়ারি জনসভার প্রস্তুতি বৈঠকে এমনই হুঁশিয়ারি দিলেন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, আগামী ২৫ ফেব্রুয়ারি ব্যারাকপুর আনন্দপুরী মাঠে জনসভা হতে চলেছে। সেই সভার প্রধান বক্তা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী, সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুর জেলার সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিন  বিধায়ক যথাক্রমে সুনীল সিং, পবন কুমার সিং ও শীলভদ্র দত্ত, সহ-সভাপতি অরুন ব্রহ্ম ও বিজয় মুখার্জি, সম্পাদক গৌতম বোস, নবদ্বীপ কো-কনভেনার অভিজিৎ দাস, কল সেন্টার প্রমুখ সমীর দত্ত, যুব নেতা তথা ভাটপাড়ার প্রাক্তন পুরপ্রধান সৌরভ সিং, আদিত্য সিং-সহ অন্যান্য নেতৃবৃন্দ। 
সাংসদের কথায়, রেকর্ড সংখ্যক ভিড় করতে প্রচার জোরদার করতে হবে। কার্যকর্তারা নিজেরা কাজ বন্টন করে নিয়ে দ্বায়িত্ব সহকারে পালন করুন। মাঠে প্রবেশের রাস্তা খুব সুন্দর করে সাজাতে হবে।

আসানসোলে পরিবর্তন যাত্রায় জনতার ঢল, বাবুলের সঙ্গে শুভেন্দু, অর্জুন, অগ্নিমিত্রা

নিজস্ব প্রতিনিধিঃ পরিবর্তন যাত্রায় রবিবার আসানসোলে জনতার ভিড় উপচে পড়ল। জনতার ঢল জানান দিল, বাংলায় পরিবর্তনের পরিবর্তন নিশ্চিত। আসানসোলে পরিবর্তন যাত্রায় হাজির ছিলেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, জননেতা শুভেন্দু অধিকারী, সাংসদ অর্জুন সিং ও রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। পরিবর্তন যাত্রায় সামিল হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বললেন, পিসি-ভাইপোর সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইয়ের দুই সৈনিক হলেন শুভেন্দু অধিকারী ও অর্জুন সিং। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, সরকারি অর্থ খরচ করে দিদিমনি ছয়বার বিজনেস সামিট করেছেন। কিন্তু বাংলায় একজনও শিল্পপতি বিনিয়োগ করলেন না। সকলেই মুখ ফিরিয়ে নিলেন। জননেতা শুভেন্দু অধিকারী বলেন, এদিন কয়লার রাজধানীতে পরিবর্তন যাত্রায় এসেছি। আর এই দিনেই কয়লা চোরের বাড়িতে সিবিআই হানা দিয়েছে। শুভেন্দুর দাবি, শুধু নোটিশ দিলেই হবে না। কয়লা কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শুভেন্দুর সংযোজন, ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ম্যাডাম নারুলার একাউন্ডে প্রতিদিন কত টাকা জমা পড়েছে, তা বাংলার মানুষ জানতে চায়। জনতার ঢল দেখে আপ্লুত গেরুয়া শিবিরের লড়াকু সৈনিক অর্জুন সিং কখনও বাংলায়, কখনও ভোজপুরী আবার কখনও হিন্দিতে বক্তব্য রাখলেন। সাংসদের আগাগোড়া 
আক্রমণাত্মক বক্তব্যে বেজায় খুশি হলেন আসানসোলের জনতা। এদিন সাংসদ অর্জুন সিং জোরের সঙ্গে দাবি করলেন, ২০১৯ সালে তো খেলা হয়ে গেছে। বিজেপি ১৮টি আসন ছিনিয়ে নিয়েছে। ২০২১ সালে খেলার জেতার প্রাইজ নেবার প্রতীক্ষায় বিজেপি। তার দাবি, নন্দীগ্রামে দিদিমণির জমানত জব্দ হবে।

Sunday, February 21, 2021

বিজেপির ফ্লেক্স, ব্যানার ছেড়ার অভিযোগ জগদ্দলের আতপুরে

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ জগদ্দলের আতপুরে বিজেপির ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে রাস্তার ধারে ফেলে দেবার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, পরিবর্তন যাত্রা উপলক্ষে বিজেপির জগদ্দল মন্ডল-১ এর আতপুর বাজার থেকে শ্যামনগর চৌরঙ্গী মোড় পর্যন্ত ঘোষপাড়া রোডের দু-পাশে ফ্লেক্স, ব্যানার লাগানো হয়েছিল। সেগুলো মুড়ে ফেলা হয়েছে।   জগদ্দল মন্ডল-১ সহ-সভাপতি রজত মৈত্রের অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে রাস্তার ধারে ফেলে দিয়েছে। আসলে জগদ্দল মণ্ডল-১ এর শক্তপোক্ত নতুন কমিটি দেখে ওরা ভয় পেয়ে গিয়েছে। তাই ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে বিজেপিকে ভয় দেখানোর চেষ্টা চলছে। 
 যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এই ফ্লেক্সছেড়ার ঘটনা ঘটেছে।

Saturday, February 20, 2021

হাতের তালুতে মেহেন্দি দিয়ে পদ্ম এঁকে অভিনব প্রচার মহিলা মোর্চার

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ ভোট ঘোষণার আগেই শনিবার রাজ্যে পা রেখেছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের ঘন্টা না বাজলেও প্রচারে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া ও ঘাসফুল। প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে উভয় দলই দেওয়াল লিখনে ব্যস্ত। তবে ভোট প্রচারের ক্ষেত্রে অভিনব পন্থা অবলম্বন করলেন ব্যারাকপুর জেলার মহিলা মোর্চার সদস্যরা। হাতের তালুতে মেহেন্দি দিয়ে পদ্মফুল এঁকে প্রচারে মগ্ন হলেন। বিজেপির রাজ্য সম্পাদিক ফাল্গুনী পাত্র থেকে শুরু করে ব্যারাকপুর জেলার মহিলা মোর্চার সভানেত্রী অপর্ণা বল, সম্পাদিকা পল্লবী কুন্ডু, কোষাধ্যক্ষ টুম্পা বিশ্বাস-সহ অন্যান্য নেত্রীদের হাতের তালুতে চোখে পড়ল পদ্মফুল আঁকা। অভিনব প্রচার প্রসঙ্গে ব্যারাকপুর জেলার মহিলা মোর্চার 
কোষাধ্যক্ষ টুম্পা বিশ্বাস বললেন, জনতার মন কাড়তে অভিনব উপায় বেছে নেওয়া হয়েছে। হাতের তালুতে মেহেন্দি দিয়ে পদ্মফুল এঁকে এলাকায় প্রচার চলছে। হাতের তালুতে আঁকা পদ্মফুল পথচলতি মানুষজনকে দেখানো হচ্ছে। এতে বেশ ভালোই সাড়া মিলছে।

উত্তর দমদমে পুলিশের সামনেই চা চক্রে বিজেপি কর্মীকে মারধর দুষ্কৃতীদের

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ পুলিশের উপস্থিতিতে বিজেপির  চা-চক্র অনুষ্ঠানে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে। শনিবার সকালে নিমতা থানা এলাকার উত্তর দমদম পুরসভার ৩ নম্বর মন্ডলের অন্তর্গত ছোট ফিঁঙে এলাকার ঘটনা। জানা গিয়েছে, ওই মন্ডলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক সাহেব আলি মন্ডল চা চক্রের আয়োজন করেছিলেন। অভিযোগ,  চা-চক্র অনুষ্ঠান চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সুরজ আলি, আলমগীর আলি, লাল্টু, ফিরোজ সেখানে হানা দেয়। পুলিশের সামনেই সাহেব আলি মন্ডলকে টেনে এনে রাস্তায় ফেলে বেধড়ক পেটায়। তাকে সংকটজনক অবস্থায় পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন বেলায় আহত দলীয় কর্মী সাহেবকে দেখতে হাসপাতালে যান সাংসদ অর্জুন সিং। হাসপাতালে দাঁড়িয়ে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, কিছু পুলিশ আর কিছু গুন্ডা মিলে দলীয় কর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছে। এবার এর প্রতিক্রিয়া দেবার জন্য তারা প্রস্তুত আছেন। যদিও এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলেন, বিজেপি রাস্তার ওপর দাঁড়িয়ে চায়ে পে-চর্চা থেকে হিংসা এবং ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে।
 সেটা পথ চলতি সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না। তাই এদিন তারা বিরক্ত হয়েই হয়তো এই ঘটনা ঘটিয়েছে। তবে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ  নেই।

আগ্নেয়াস্ত্র-গুলি সহ দুই দুষ্কৃতী পুলিশের জালে জগদ্দলে

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ  পুলিশ কমিশনার হিসেবে অজয় নন্দা যোগ দেবার পর বড়সড় সাফল্য পেল জগদ্দল থানা। গোপন সূত্রে খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ শ্যামনগর এলাকায় হানা দিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও  বেশ কিছু গুলি-সহ দুজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে জগদ্দল থানার আধিকারিক দেবশ্রী সিনহার নেতৃত্ত্বে সাদা পোশাকের পুলিশ হানা দিয়ে শ্যামনগর অঞ্চলের একটি গোপন আস্তানা থেকে বিশ্বজিৎ রায় ও কিশোর বিশ্বাসকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বিরুদ্ধে পুরানো কোনও মামলা আছে কিনা, নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ খতিয়ে দেখছে। উল্লেখ্য, নতুন পুলিশ কমিশনার  অজয় নন্দা আসার পর থানাগুলিতে সারপ্রাইজ ভিজিট চলছে। 
নিজে সাইকেল করে সাধারন মানুষের মতো থানায় চলে আসছেন। পুলিশ কমিশনার চাইছেন অপরাধ দমনে থানাগুলোকে অতিমাত্রায় সক্রিয় রাখতে।

Thursday, February 18, 2021

বাংলায় মন্ত্রীরা নিজেরাই সুরক্ষিত নন দাবি অর্জুন সিংয়ের

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ বাংলার মন্ত্রীরা  নিজেরাই সুরক্ষিত নন। বৃহস্পতিবার এমনই দাবি করলেন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতায় রেল স্টেশনে মন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে এদিন আমডাঙ্গায় সাংসদ অর্জুন সিং বললেন, মন্ত্রীর ওপর হামলার ঘটনা ঘটছে। তাহলে সাধারণ মানুষেরা কিভাবে নিরাপত্তা পাবেন। এদিন বেলায় এক মুষ্টি চাল সংগ্রহ করে সহ-ভোজ অনুষ্ঠানে আমডাঙ্গা মন্ডল-২ এর বেড়াবেরিয়া খড়ের মাঠ গ্রাম এলাকায় হাজির ছিলেন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, মোদীজীর নেতৃত্বে দেশ  এগিয়ে চলেছে। আগামীদিনে আরও এগিয়ে যাবে। মোদীজীর নেতৃত্বে সোনার বাংলা তৈরি হবে। সহ-ভোজ অনুষ্ঠানে এত মানুষের সমাগম দেখে সাংসদের দাবি, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে আমডাঙ্গা কেন্দ্র থেকে তৃণমূল বিদায় নেবে। 
এদিন তার পূর্বাভাস চোখে পড়ল।  অন্যদিকে আমডাঙ্গা মন্ডল-২ সভাপতি দীপক বিশ্বাস বলেন, বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে এক মুষ্টি চাল সংগ্রহ করা হয়েছিল। এদিন গ্রামবাসীদের নিয়ে সহ-ভোজের আয়োজন করা হয়। গ্রামবাসীদের অংশগ্রহণ জানান দিচ্ছে এবারে আমডাঙ্গায় তৃণমূলের পরাজয় নিশ্চিত।

আট দফা দাবিতে বাম-কংগ্রেসের অবস্হান বিক্ষোভ নোয়াপাড়ার ইছাপুরে

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ দ্রুত পৌরসভা নির্বাচন,  গুরুত্বপূর্ণ ঘোষপাড়া রোড সংস্কার, আবর্জনা পরিষ্কার, ফেরিঘাট চালু-সহ আট দফা দাবিতে নোয়াপাড়া কেন্দ্রের ইছাপুর কণ্ঠাধার মোড়ে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভ করল বাম-কংগ্রেস নেতৃত্ব।  বিক্ষোভ শেষে তারা উত্তর ব্যারাকপুর পুর প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন। অভিযোগ, একাধিকবার উত্তর ব্যারাকপুর পুর প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া সত্ত্বেও, কোনও সুরাহা মেলেনি। অবিলম্বে তাদের দাবি না মানা হলে, বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন বাম-কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস নেতা অশোক ভট্টাচার্য ও সিপিআইএম নেতা সুরঞ্জিত দেব দাবি করলেন, ঘোষপাড়া রোড অবিলম্বে সাফাই করতে হবে। দ্রুত পুর নির্বাচন করতে হবে। বন্ধ ফেরিঘাট চালু সহ নিয়মিত জঞ্জাল সাফাই করতে হবে। বেহাল স্বাস্থ্য কেন্দ্রে গুলোর দ্রুত হাল ফেরাতে হবে।

Wednesday, February 17, 2021

হালিসহরে নিহত বিজেপি কর্মী সৈকত ভাওয়ালের বাড়িতে দিল্লীর প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ বীজপুর থানার হালিসহরে নৃশংসভাবে খুন হওয়া বিজেপি কর্মী সৈকত ভাওয়ালের বাড়িতে বুধবার বিকেলে হাজির হলেন দিল্লী থেকে আগত বিজেপির প্রতিনিধি দল। ওই দলে ছিলেন বিজেপির দিল্লীর রাজ্য কমিটির সম্পাদক কপিল মিশ্র। এদিন হাজির ছিলেন বিজেপি নেতা রূপক মিত্র। বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে কান্নায় ভেঙে পড়া নিহতের মা জোৎস্না ভাওয়াল বললেন, ছেলেকে কেউ ফিরিয়ে দিলে সবচেয়ে বেশি খুশি হতাম। ছেলে চলে গেছে মেনে নিতে পারছি না। বিজেপির দিল্লীর রাজ্য কমিটির সম্পাদক কপিল মিশ্র বলেন, পশ্চিমবাংলায়  জঙ্গলরাজের পরিস্থিতি।
রাজনৈতিক কারণে দলীয় কর্মীকে খুন করা হয়েছে। কিন্তু পুলিশ ঘটনায় জড়িত সকল  অপরাধীদের ধরছে না। উল্টে অপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে। এদিন কপিল মিশ্র মৃতের ভাইকে চাকুরীর বন্দোবস্তের আশ্বাস দিলেন। উল্লেখ্য, গত বছরের  ১২ ডিসেম্বর বাড়ির সন্নিকটে খুন হন বিজেপি কর্মী সৈকত ভাওয়াল।

Tuesday, February 16, 2021

রাস্তা মেরামতির দাবিতে হাই রোড অবরোধ জগদ্দলের বাসুদেবপুরে

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে মঙ্গলবার সকালে আধঘণ্টা কল্যাণী হাই রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল গ্রামবাসীরা। অভিযোগ, কাউগাছি-২ গ্রাম পঞ্চায়েতের মহাকালতলা এলাকার রাস্তা অনেক বছর ধরে বেহাল দশায় পরিণত। রাস্তাটি চলাচলের  অযোগ্য হয়ে পড়েছে। সেই বেহাল রাস্তা মেরামতির দাবিতে গ্রামবাসীরা এদিন সকাল ১০-৩০ মিনিট থেকে আধঘন্টা কল্যাণী হাই রোডের শ্যামনগর বাসুদেবপুর মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায়। জগদ্দল থানার পুলিশ এসে আশ্বাস দেন, পঞ্চায়েত কর্তৃপক্ষ গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় বসবে। এরপর ক্ষিপ্ত গ্রামবাসীরা অবরোধ তুলে নেয়। দীর্ঘক্ষণ অবরোধের জেরে ব্যস্ততম কল্যাণী হাই রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ব্যারাকপুর জেলার বিজেপির সহ-সভাপতি অরুণ ব্রহ্মের অভিযোগ, রাস্তা তৈরির টাকা  আত্মসাৎ করা হয়েছে। রাস্তা তৈরি হয়নি। অথচ পঞ্চায়েতের তরফে রাস্তা তৈরির সাইনবোর্ড লাগানো হয়েছে। অরুন বাবুর আরও অভিযোগ, পঞ্চায়েত কর্তৃপক্ষকে বহুবার জানিয়েও কোনও সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা পথ অবরোধ করেছেন। গ্রামবাসী অরুন কুমার বিশ্বাস বলেন, বেহাল রাস্তার কারনে চাষবাস শিকেয় উঠেছে। মাথায় করে ফসল বাড়িতে আনতে হচ্ছে। কৃষকেরা মাঠে যেতে পারছেন না। মৎস্যজীবীরা ভেড়ির মাছ তুলতে পারছেন না। কাউগাছি-২ গ্রাম পঞ্চায়েত প্রধান অমল কুমার মন্ডল বলেন, রাস্তা তৈরির ওয়ার্ক অর্ডার বেরিয়ে গিয়েছে। 
গ্রামবাসীদের সঙ্গে  আলোচনা করে রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু হবে। তবে সরকারের পদ্ধতি অনুযায়ী কাজ শুরুর আগেই সাইনবোর্ড লাগাতে হয়। তাঁর অভিযোগ, বিজেপি চক্রান্ত করে গ্রামবাসীদের দিয়ে পথ অবরোধ করিয়েছে।

গরুকে নৃশংসভাবে হত্যার অভিযোগ ভাটপাড়ায়

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ একটি গরুকে নৃশংসভাবে হত্যার অভিযোগে উত্তেজনা ছড়ালো ভাটপাড়ায়। অভিযোগ উঠেছে, রবিবার বিকেলে ভাটপাড়া থানার ১২ নম্বর ওয়ার্ডের এল, ডব্লু, সি সি মাঠে একটি গরুকে মাথায় পাথর দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। ঘটনায় যুক্ত আমন আনসারি ভাটপাড়া থানার এলান্স জুটমিল লাইনের বাসিন্দা। সোমবার সকালে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়তেই বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এদিন বেলায় পুলিশ মৃত গরুটিকে ঘটনাস্থল থেকে নিয়ে যায়। খবর পেয়ে ব্যারাকপুর জেলার হিন্দু জাগরণ মঞ্চের সম্পাদক রোহিত সাউ ও ভাটপাড়া নগরের কার্যকর্তা সূর্যকান্ত পান্ডে-সহ অন্যান্য কার্যকর্তারা ছুটে যান। ঘটনাস্থলে  দাঁড়িয়ে তাঁরা দোষী যুবককে গ্রেপ্তারের দাবি জানান।
 এদিন দুপুরে  জগদ্দলের পাল ঘাট রোডের ছাইগাদার বাসিন্দা গরুর মালিক হরিন্দার সিং ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। গৃহপালিত পশুকে হত্যায় ক্ষোভ ছড়িয়েছে পাল ঘাট রোড এলাকায়।

Monday, February 15, 2021

নবান্ন অভিযানে এসে পুলিশের লাঠির ঘায়ে আহত বাঁকুড়ার যুবক মইদুলের মৃত্যু হল

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ রাজ্যে আরো এক রাজনৈতিক কর্মীর মৃত্যু হল। গত ১১ ফেব্রুয়ারি বাম ছাত্র-যুব'র নবান্ন অভিযানে সামিল হয়েছিলেন বাঁকুড়ার কোতলপুরের যুবক মইদুল ইসলাম মিদ্যা ওরফে ফরিদ (৩১)। ওইদিন পুলিশের লাঠিচার্জের মধ্যে পড়ে তিনি গুরুতর আহত হন। তাঁকে কলকাতার এক নাসিং হোমে ভর্তি করা হয়েছিল। বাম নেতা ডাক্তার ফুয়াদ হালিমের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল। রবিবার রাতে মইদুলের অবস্হার অবনতি ঘটে। সেসময় তাঁকে অন্য একটি নাসিং হোমে স্হানান্তরিত করা হয়। সোমবার ভোরে তাঁর মৃত্যু ঘটে। 
এই খবর যেতেই মইদুলের বাড়ি কোতলপুরের গোপীনাথপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পেশায় অটো চালক দরিদ্র মইদুল ইসলাম-র বৃদ্ধা মা, স্ত্রী ও দুটি মেয়ে রয়েছে।

Sunday, February 14, 2021

পুলওয়ামা শহীদদের শ্রদ্ধা জানিয়ে তিরঙ্গা যাত্রা ভাটপাড়ায়

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ পুলওয়ামায় নিহত শহীদ বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে ব্যারাকপুর জেলার তরফে ভাটপাড়া নগরের হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল। ভালোবাসার দিবসে রবিবার বিকেলে ভাটপাড়ার কালী মন্দিরের কাছ থেকে শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে জগদ্দল চার নম্বর বিচুলি ঘাটের কাছে তিরঙ্গা যাত্রা শেষ হয়। এদিনের তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের ব্যারকপুর জেলার সভাপতি হংসরাজ সিং, সহ-সভাপতি সতীশ সিং, জেলা সম্পাদক রোহিত সাউ, হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গ প্রান্তের সম্পর্ক প্রমুখ সঞ্জয় শাস্ত্রী, ভাটপাড়া নগর সম্পাদক রাহুল বিশ্বাস, যুব প্রমুখ প্রসেনজিৎ চক্রবর্তী,  ভাটপাড়া মন্ডল-২ সভাপতি বিশ্বজিৎ মিশ্র, ওই মন্ডলের সাধারণ সম্পাদক সর্বন সাউ, বিদায়ী কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী ও দূর্বা ভট্টাচার্য, যুব মোর্চা নেতা অরুন সাউ, কিষান মোর্চার ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের কনভেনার বিশ্বজিৎ অধিকারী, কিষান মোর্চার ভাটপাড়া মন্ডল-২ সভাপতি শম্ভু অধিকারী, বীরাঙ্গনা বাহিনী প্রমুখ সুপর্ণা চক্রবর্তী, মৌসুমী কুন্ডু-সহ  অন্যান্য কার্যকর্তারা।  ভাটপাড়া মন্ডল-২ সভাপতি বিশ্বজিৎ মিশ্র বলেন, শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি শহীদ পরিবারের পাশে থাকার বার্তা দিতেই এদিন তিরঙ্গা যাত্রা করা হয়। জম্মু-কাশ্মীরে পুলওয়ামায় নিহত বীর জওয়ানদের স্মরণে এদিন বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল।
 রাস্তার দুধারে দাঁড়িয়ে সাধারণ মানুষজন বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তিরঙ্গা যাত্রার ওপর পুষ্প বৃষ্টি করে। তাদের মূল লক্ষ্য, শহীদ জওয়ান পরিবারের পাশে দাঁড়ানো।

Saturday, February 13, 2021

মা'কে পিটিয়ে খুনের অভিযোগ মেয়ের বিরুদ্ধে, তপ্ত বেলঘড়িয়া

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ বৃদ্ধ মা'কে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে শনিবার সকালে তীব্র উত্তেজনা ছড়ালো বেলঘড়িয়া থানার কামারহাটি উদয়ভিলা উদ্বাস্তুপল্লী এলাকায়। মৃতার নাম রানী বালা দাস (৭০)। স্হানীয় সূত্রে খবর, সম্পত্তির লোভেই বৃদ্ধা মা-কে পিটিয়ে খুন করেছে মেয়ে রত্না কর্মকার। সম্পত্তি হাতিয়ে নেবার জন্য প্রতিদিন বৃদ্ধাকে মারধোর করতো মেয়ে। অভিযোগ, বৃহস্পতিবার বেলায় ওই বৃদ্ধাকে ছাদে নিয়ে পেটায় মেয়ে। বৃদ্ধা অচৈতন্য হয়ে পড়লে তাঁকে ইট চাপা দিয়ে রাখা হয়। পড়শিরা তাঁকে উদ্ধার করে কামারহাটির সাগরদত্ত হাসপাতালে ভর্তি করেছিল। শুক্রবার ওই বৃদ্ধার মৃত্যু হয়। শনিবার সকালে মেয়ে রত্না কর্মকার বাড়িতে দলিল ও অন্যান্য কাগজপত্র নিতে আসলে স্থানীয়রা ঢুকতে বাঁধা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ এলে ক্ষিপ্ত জনতা পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়।  
অভিযোগ, পুলিশ এলোপাথারি লাঠিচার্জ করে জনতার ওপর।  পুলিশের লাঠির গায়ে মহিলা ও পুরুষ মিলিয়ে কমপক্ষে দশজন জখম হয়েছেন। অভিযোগ উঠেছে, মহিলাদের লাঠিপেটা করেছে পুরুষ পুলিশ। যদিও পুলিশ লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করেছে।

Friday, February 12, 2021

বামেদের বনধে আংশিক প্রভাব ব্যারাকপুর শিল্পাঞ্চলে

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ বামেদের ডাকা ১২ ঘন্টার বনধে শুক্রবার ব্যারাকপুর শিল্পাঞ্চলে আংশিক প্রভাব পড়ল। অন্যান্য দিনের মতোই বাজার, দোকানপাট, অফিস, আদালত, খোলা ছিল। জুটমিল ও কলকারখানায় শ্রমিকদের হাজিরা ছিল অন্যান্য দিনের মতোই। হুগলী নদীর তীরবর্তী ফেরিঘাটগুলো স্বাভাবিক ছিল। ঘোষপাড়া রোড, এস এন ব্যানার্জি রোড ও বিটি রোডে যানবাহন সচল ছিল।  তবে শিয়ালদহ মেইন শাখার শ্যামনগর, কাঁকিনাড়া ও কাঁচরাপাড়া স্টেশন কিছুক্ষনের জন্য রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় বনধ সমর্থকরা। তাছাড়া ঘোষপাড়া রোডের নৈহাটি, ইছাপুর ও ভাটপাড়ায় অল্প সময়ের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ধর্মঘটিরা। জানা গিয়েছে, ইছাপুরে বনধের সমর্থনে মিছিল চলাকালীন আচমকা ঢুকে পড়ে এক বাইক এবং একটি অটো। অভিযোগ উঠেছে, বাইক আরোহীকে মারধোর করা হয়েছে এবং অটোর কাঁচ ভেঙে দেওয়া হয়েছে।
  যদিও বনধে শিল্পাঞ্চলে ব্যাপক সাড়া মিলেছে বলে দাবি করলেন সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। তাঁর দাবি, দোকানপাট বন্ধ ছিল। মানুষ বনধে সাড়া দিয়ে পথে খুব কম নেমেছেন। তবে ১২ ঘন্টার মধ্যে জুটমিল ও কলকারখানাগুলোকে ছাড় দেওয়া হয়।

Thursday, February 11, 2021

মনীশের খুনিদের আড়াল করতেই তৃনমূলের বিরুদ্ধে প্রলোভনের অভিযোগ পিতা চন্দ্রমনির

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ ছেলের খুনের ঘটনা আড়াল করতে তাঁকে নানান প্রলোভন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন নিহত বিজেপি নেতা মনীশ শুক্লার পিতা চন্দ্রমনি শুক্লা। বৃহস্পতিবার খড়দার বাড়িতে সাংবাদিক সন্মলেন করে চন্দ্রমনি শুক্লা বলেন, সি আই ডি-র চার্জশিটে এফ আই আরে নাম থাকা ১০ জনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। নিয়মরক্ষার জন্য ব্যারাকপুর ও টিটাগড়ের পুর প্রশাসকদের ডেকেছিল সি আই ডি। এমনকী পুলিশের ভূমিকাও সন্দেহজনক। ছেলে খুনে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য এদিন তিনি ফের সিবিআই তদন্তের দাবি করলেন। প্রসঙ্গত, ২০২০ সালের ৪ অক্টোবর ভর সন্ধ্যেয় টিটাগড় থানার সামনে দুষ্কৃতীদের গুলিতে খুন হন বিজেপি নেতা মনীশ শুক্লা। সেই ঘটনার চার মাস বাদেও তদন্তের গতিপ্রকৃতি সঠিক পথে এগোচ্ছে না বলে অভিযোগ করলেন চন্দ্রমনি শুক্লা। এদিন তিনি সাংবাদিকদের বললেন, রাজ্য সরকারের তদন্তের ওপর আমাদের কোনও আস্তা নেই। তাই সঠিক তদন্তের দাবিতে বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা'র দৃষ্টি আকর্ষণ করবেন। চন্দ্রমণি বাবুর বিস্ফোরক অভিযোগ, ছেলে মনিশের খুনিদের আড়াল করতে তৃণমূল  নেতৃত্ব ফোন মারফত তাঁকে বিভিন্ন ভাবে প্রলোভিত করার চেষ্টা চলছে।
 তার দাবি, তিন-চারদিন খড়দার পুর প্রশাসক একজন দূত মারফত খবর পাঠিয়ে তৃণমূলে যোগ দিতে বলেছিল। তাছাড়া তৃণমূলের রাজ্য যুব সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়ও তার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন।  এদিন তিনি সাফ জানিয়ে দেন, আমি কোনো রাজনৈতিক দল করি না। তবে ছেলের হত্যার পর বিজেপিই তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। এখন হয়তো তৃণমূল মনে করছে বিজেপি মনিশকে সামনে রেখে আগামী নির্বাচনে জিতে যাবে। তাই ওরা আমাকে এইভাবে প্রলোভন দেখাচ্ছে।

বিজেপির বাইক রেলি আটকালো পুলিশ খড়দায়

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ বিজেপির মহিলা মোর্চার বাইক রেলি এবার আটকালো পুলিশ। বৃহস্পতিবার মহিলা মোর্চার পক্ষ থেকে খড়দার কল্যান নগর মোড় থেকে স্টেশন রোড ধরে বিটি রোডের মুখ পর্যন্ত বাইক রেলির আয়োজন করা হয়েছিল। কিন্তু স্টেশন সংলগ্ন রেলগেটে রেলি আসতেই পুলিশ আটকে দেয়। এরপর পুলিশকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকরা। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে আসে র‍্যাফ-সহ বিশাল পুলিশ বাহিনী। 
পুলিশি বাঁধায় খড়দহ স্টেশন থেকে পায়ে হেঁটে কল্যান নগর পর্যন্ত মিছিল করলেন বিজেপি কর্মীরা।