Monday, February 15, 2021

নবান্ন অভিযানে এসে পুলিশের লাঠির ঘায়ে আহত বাঁকুড়ার যুবক মইদুলের মৃত্যু হল

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ রাজ্যে আরো এক রাজনৈতিক কর্মীর মৃত্যু হল। গত ১১ ফেব্রুয়ারি বাম ছাত্র-যুব'র নবান্ন অভিযানে সামিল হয়েছিলেন বাঁকুড়ার কোতলপুরের যুবক মইদুল ইসলাম মিদ্যা ওরফে ফরিদ (৩১)। ওইদিন পুলিশের লাঠিচার্জের মধ্যে পড়ে তিনি গুরুতর আহত হন। তাঁকে কলকাতার এক নাসিং হোমে ভর্তি করা হয়েছিল। বাম নেতা ডাক্তার ফুয়াদ হালিমের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল। রবিবার রাতে মইদুলের অবস্হার অবনতি ঘটে। সেসময় তাঁকে অন্য একটি নাসিং হোমে স্হানান্তরিত করা হয়। সোমবার ভোরে তাঁর মৃত্যু ঘটে। 
এই খবর যেতেই মইদুলের বাড়ি কোতলপুরের গোপীনাথপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পেশায় অটো চালক দরিদ্র মইদুল ইসলাম-র বৃদ্ধা মা, স্ত্রী ও দুটি মেয়ে রয়েছে।

No comments:

Post a Comment