Sunday, February 14, 2021

পুলওয়ামা শহীদদের শ্রদ্ধা জানিয়ে তিরঙ্গা যাত্রা ভাটপাড়ায়

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ পুলওয়ামায় নিহত শহীদ বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে ব্যারাকপুর জেলার তরফে ভাটপাড়া নগরের হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল। ভালোবাসার দিবসে রবিবার বিকেলে ভাটপাড়ার কালী মন্দিরের কাছ থেকে শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে জগদ্দল চার নম্বর বিচুলি ঘাটের কাছে তিরঙ্গা যাত্রা শেষ হয়। এদিনের তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের ব্যারকপুর জেলার সভাপতি হংসরাজ সিং, সহ-সভাপতি সতীশ সিং, জেলা সম্পাদক রোহিত সাউ, হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গ প্রান্তের সম্পর্ক প্রমুখ সঞ্জয় শাস্ত্রী, ভাটপাড়া নগর সম্পাদক রাহুল বিশ্বাস, যুব প্রমুখ প্রসেনজিৎ চক্রবর্তী,  ভাটপাড়া মন্ডল-২ সভাপতি বিশ্বজিৎ মিশ্র, ওই মন্ডলের সাধারণ সম্পাদক সর্বন সাউ, বিদায়ী কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী ও দূর্বা ভট্টাচার্য, যুব মোর্চা নেতা অরুন সাউ, কিষান মোর্চার ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের কনভেনার বিশ্বজিৎ অধিকারী, কিষান মোর্চার ভাটপাড়া মন্ডল-২ সভাপতি শম্ভু অধিকারী, বীরাঙ্গনা বাহিনী প্রমুখ সুপর্ণা চক্রবর্তী, মৌসুমী কুন্ডু-সহ  অন্যান্য কার্যকর্তারা।  ভাটপাড়া মন্ডল-২ সভাপতি বিশ্বজিৎ মিশ্র বলেন, শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি শহীদ পরিবারের পাশে থাকার বার্তা দিতেই এদিন তিরঙ্গা যাত্রা করা হয়। জম্মু-কাশ্মীরে পুলওয়ামায় নিহত বীর জওয়ানদের স্মরণে এদিন বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল।
 রাস্তার দুধারে দাঁড়িয়ে সাধারণ মানুষজন বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তিরঙ্গা যাত্রার ওপর পুষ্প বৃষ্টি করে। তাদের মূল লক্ষ্য, শহীদ জওয়ান পরিবারের পাশে দাঁড়ানো।

No comments:

Post a Comment