Saturday, February 13, 2021

মা'কে পিটিয়ে খুনের অভিযোগ মেয়ের বিরুদ্ধে, তপ্ত বেলঘড়িয়া

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ বৃদ্ধ মা'কে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে শনিবার সকালে তীব্র উত্তেজনা ছড়ালো বেলঘড়িয়া থানার কামারহাটি উদয়ভিলা উদ্বাস্তুপল্লী এলাকায়। মৃতার নাম রানী বালা দাস (৭০)। স্হানীয় সূত্রে খবর, সম্পত্তির লোভেই বৃদ্ধা মা-কে পিটিয়ে খুন করেছে মেয়ে রত্না কর্মকার। সম্পত্তি হাতিয়ে নেবার জন্য প্রতিদিন বৃদ্ধাকে মারধোর করতো মেয়ে। অভিযোগ, বৃহস্পতিবার বেলায় ওই বৃদ্ধাকে ছাদে নিয়ে পেটায় মেয়ে। বৃদ্ধা অচৈতন্য হয়ে পড়লে তাঁকে ইট চাপা দিয়ে রাখা হয়। পড়শিরা তাঁকে উদ্ধার করে কামারহাটির সাগরদত্ত হাসপাতালে ভর্তি করেছিল। শুক্রবার ওই বৃদ্ধার মৃত্যু হয়। শনিবার সকালে মেয়ে রত্না কর্মকার বাড়িতে দলিল ও অন্যান্য কাগজপত্র নিতে আসলে স্থানীয়রা ঢুকতে বাঁধা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ এলে ক্ষিপ্ত জনতা পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়।  
অভিযোগ, পুলিশ এলোপাথারি লাঠিচার্জ করে জনতার ওপর।  পুলিশের লাঠির গায়ে মহিলা ও পুরুষ মিলিয়ে কমপক্ষে দশজন জখম হয়েছেন। অভিযোগ উঠেছে, মহিলাদের লাঠিপেটা করেছে পুরুষ পুলিশ। যদিও পুলিশ লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করেছে।

No comments:

Post a Comment