অভিযোগ, নেতাদের দম্ভ ও ঔদ্বত্ব এমন পর্যায়ে পৌঁছেছিল মুখের ওপর কথা বলা যেত না। তাঁদের সাঙ্গপাঙ্গরাতো গোটা নৈহাটি বিধানসভা জুড়ে সাম্রাজ্য চালাত। আর ক'দিন বাদেই ভোট। চোরা সন্ত্রাস এখন নৈহাটির আনাচে কানাচে। খুচরো দাগীদের আড়ালে রেখে অবৈধ ধান্দার নেতাদের ঘোরা ফেরার বহর বেরেছে। সুতরাং বন্ধ এই শিল্প শহর সেই তিমিরেই রয়েছে। তফাত পুরসভা ও পঞ্চায়েতে সিংহভাগ নেতাদের ঠাটবাট বদলেছে। সাহিত্য সম্রাট, হরপ্রসাদ, কেশব সেনের পুন্যভূমির বাসিন্দারা বলছে, রঙ বদলেছে। কিন্তু করে কম্মে খাওয়াদের সংস্কৃতি একই আছে। তবে চোখ রাঙানো নেতাদের তালিকা হৃদয়ে গেঁথে রেখে তারা ভোটটা দিতে প্রস্তুত।
Wednesday, March 10, 2021
বদলায়নি সংস্কৃতি, চোখ রাঙানো নেতাদের বিরুদ্ধেই ভোট হবে নৈহাটিতে
চিত্ত ওঝাঃ ভোট আসলে এখন বামেদেরকে নৈহাটিতে কেউ গালাগাল দেয়না। কেননা বাম সংস্কৃতি গত দশ বছরে তলানিতে। পথ নাটক, সাংস্কৃতিক সমন্ময় যা কিছু শাসকের দখলে। আধা বাম-আধা খাম মিলে মিশে সাম্প্রদায়িকতা, স্বৈরাচারী এসবে শাসকের তত্ত্ব আওড়ে মাঝে মধ্যে পথে ঘোরে। ভোটে অভ্যাসমত ওঁরা হয়ত এবারও থাকবে। কেননা, একটু সংস্কৃতি, একটু নাটুকে এসবের বাসনায় প্রার্থী প্রগতিশীল বলে জাহির করতে হবে। কিন্তু ওই সংস্কৃতির সরষের মধ্যেই অজস্র ভূত রয়েছে। যাদের অনেকেই বহুদিন ধরে অবহেলিত ও অসন্মানিত। এরকম এক পোড়খাওয়া রাজনৈতিক সচেতন ব্যক্তি নৈহাটির ভোটের হাওয়া নিয়ে তুল্যমূল্য বললেন। তাঁর কথাতেই, একটুও বদলায়নি নৈহাটি। বাম ছবি মুছে সততার ছবিতে মুখ ঢেকেছিল। যদিও তাল কাটল উনিশে। গেরুয়া প্রভাবে অভিনয়ের মুখগুলো রাতারাতি ফ্যাকাসে হয়ে গেল। বাম জমানায় নৈহাটিতে দাপুটে তিন সিপিএম নেতার নাম উচ্চারণ হত। উদয় ভট্টাচার্য, অঞ্জন দাশগুপ্ত, মদন মল্লিক। তাঁদের নামে সেসময় বাঘে-গরুতে এক ঘাটে জল খেত। সূত্র বলছে, সেই জায়গা বহাল তবিয়তে দখল নিয়েছিল দুই তৃনমূল নেতা। একজন বর্তমান পুরপ্রশাসক। অপরজন নৈহাটির পূর্ব পাড়ের যুব নেতা। তিনিও পুরপ্রশাসক মন্ডলীর সদস্য। লোকসভায় ব্যারাকপুরে বিজেপির জয়ে পুরনো তৃনমূলীরা একটু স্বস্তির নিঃশ্বাস ফিরে পেল।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটীতে আসছেন শুভেন্দু অধিকারী। আর জি কর কান্ডে নাগরিক আন্দোলনের ওপর হামলার ঘটনায় তিনি একটি প্রতিবাদ মিছিলে ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
No comments:
Post a Comment