Tuesday, March 9, 2021

সহকর্মীদের দেখতে লিফটে উঠেই আগুনে মৃত্যু রেল অফিসারের দাবি পরিবারের

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ অন্যান্য দিনের মতোই সোমবার সকালে অফিসের গাড়ি চেপে পূর্ব রেলের সদর দপ্তর স্ট্যান্ড রোডের কয়লাঘাট বিল্ডিংয়ে গিয়েছিলেন বরানগর শ্রীমনী পাড়ার বাসিন্দা পার্থ সারথি মন্ডল। কিন্তু তার আর বাড়ি ফেরা হল না। ভয়াবহ অগ্নিকান্ডে লিফটে দমবন্ধ হয়ে তাঁর মৃত্যু হল। তিনি ছিলেন পূর্ব রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার। মঙ্গলবার সকালে তার মৃতদেহ এসে পৌঁছয় বরানগরের বাড়িতে। পার্থ বাবুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বরানগর শ্রীমানী পাড়ায়। মৃতের জামাই অভিজিৎ মুখার্জি জানান, সন্ধ্যে সাড়ে ছ'টা থেকে রাত সাড়ে ন'টা পর্যন্ত ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি। তারপর ঘটনাস্থলে ছুটে যাই।
 সেখানে মুখ্যমন্ত্রী এলে বাবার কথা বলি। মুখ্যমন্ত্রীর সহায়তায় এস এস কে এম হাসপাতালে গিয়ে বাবার দেহ সনাক্ত করি। দেখি বাবা আর নেই। অভিজিৎ বাবুর দাবি, বাবা একজন বড় অফিসার ছিলেন। তাই সহকর্মীদের খোঁজ করতে লিফটে চেপে ওপরে উঠেছিলেন। সম্ভবত লিফটেই দমবন্ধ হয়ে ওনার মৃত্যু হয়েছে। মৃতের প্রতিবেশী ইন্দ্রজিৎ মন্ডল জানান, উনি বাড়ি ফেরার জন্য যথারীতি অফিসের ব্যাগ গাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। আগুন লাগার পর উর্দ্ধতন কর্তৃপক্ষের ফোন পেয়ে খতিয়ে দেখতে লিফটে চেপে ওপরে গিয়েছিলেন। লিফটে আটকে ওনার দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে। মৃতের পরিবারকে সমবেদনা জানাতে এসে স্থানীয়  তৃণমূল প্রার্থী তাপস রায় বলেন, মর্মান্তিক  ঘটনা। অগ্নিকান্ডে তার কেন্দ্রের বাসিন্দা এক রেল কর্তার মৃত্যু হয়েছে। সহকর্মীরা ঠিকমতো আছেন কিনা, তা দেখতে গিয়েই উনি প্রাণ হারালেন।

No comments:

Post a Comment