Saturday, March 6, 2021

কাজ হারিয়ে মানসিক অবসাদে যুবকের মৃত্যু নিউ ব্যারাকপুরে

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ মানসিক অবসাদে এসিড খেয়ে আত্মহননের পথ বেছে নিল এক যুবক। নিউ ব্যারাকপুর থানার নেতাজী সুভাষ রোডে দমকল কেন্দ্রের সামনে একটি খাবারের দোকানে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম সজল মিস্ত্রি (২৫)। তাঁর বাড়ি নিউ ব্যারাকপুর থানার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাসুন্দা নেতাজী সুভাষ রোড বাই লেনে। মৃতের বাবা সুবোধ মিস্ত্রি স্টেশন চত্বরে পেয়ারা বিক্রি করেন। বাসিন্দারা জানান, হোটেল ম্যানেজমেন্ট পড়ে পার্ক সার্কাসে একটি বেসরকারি প্রতিষ্ঠানে সজল কাজ করতো। কিন্তু লকডাউনে তাঁর কাজ চলে যায়। তারপর থেকেই সজল মানসিক অবসাদে ভুগছিল। শেষমেশ  দমকল কেন্দ্রের সামনে বন্ধুর একটি চায়ের ও খাবারের দোকান সজল দেখাশুনা করতো।
 শুক্রবার দুপুরে দোকানের মধ্যেই সজল এসিড খায়। সংকটজনক অবস্থায় তাকে বারাসাত সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। ওইদিন সন্ধ্যেয় হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত যুবকের পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে সজল মানসিক অবসাদে ভুগছিল।

No comments:

Post a Comment