Saturday, March 6, 2021

বীজপুর, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া ও ব্যারাকপুরে প্রার্থী নিয়ে তৃনমূলের অন্দরে ক্ষোভ চরমে

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ কঠিন লড়াইয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলের আসনগুলোতে অপছন্দের প্রার্থী  হওয়ায় শাসকদলের অন্দরে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। মুকুল রায়ের খাসতালুক বীজপুর বিধানসভা কেন্দ্রে তৃনমূল নেতা সুবোধ অধিকারীকে প্রার্থী করায় ক্ষুব্ধ নিচুতলার কর্মীরা। পাশাপাশি একাধিক গোষ্ঠী কোন্দলে বীজপুরে জেরবার শাসকদল তৃণমূল। ক্ষোভের কারন, লোকসভা নির্বাচনের পর শাসকদলে ভিড়েছেন সুবোধ অধিকারী। অথচ তাকেই প্রার্থী করায় ক্ষোভ জন্মেছে দলের অন্দরে। এমনকী তার রাজনৈতিক স্টাইলও মেনে নিতে পারছেন না বিরোধী গোষ্ঠী। সূত্র বলছে, এই কেন্দ্রের দাবিদার ছিলেন ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য। লড়াইয়ের কেন্দ্র বিন্দুতে ছিলেন স্বচ্ছ ইমেজের তৃণমূল নেত্রী সোনালী সিংহ রায়। তিনি প্রয়াত জননেতা মৃনাল সিংহ রায়ের বোন। গেরুয়া শিবিরের শক্তঘাঁটি হিসেবে চিহ্নিত ভাটপাড়া কেন্দ্র। এই কেন্দ্রে ২০১৬ সালে নির্দল প্রতীকে দাঁড়িয়ে পরাজিত প্রার্থী জিতেন্দ্র সাউকে প্রার্থী করেছে তৃণমূল। উপনির্বাচনে তৃণমূলের হেভিওয়েট মদন মিত্র রাজনৈতিক আঙিনায় একেবারে নবাগত পবন সিংয়ের কাছে বিপুল ভোটে পরাস্ত হন। প্রার্থী ঘোষণার পর এই কেন্দ্রের  দাবিদার দুই যুব নেতা গোপাল রাউত ও অমিত গুপ্তার শিবির বিষণ্ন হয়ে পড়েছে। তাছাড়া অমিতের বাবা ধরমপাল গুপ্তাও এই কেন্দ্রের দাবিদার ছিলেন। টিকিট না পেয়ে হতাশ ভাটপাড়ার তৃণমূল নেতারা শেষপর্যন্ত কি করেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। 
ফরোয়ার্ডব্লক হোক আর ঘাসফুল। জগদ্দল বিধানসভা কেন্দ্রে বহিরাগত প্রার্থীরা বাজিমাত করেছে। এবারে এই কেন্দ্রে ভাটপাড়া কেন্দ্রের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোমনাথ শ্যামকে প্রার্থী করা হয়েছে। যদিও জগদ্দলের আকাশ-বাতাস তার অপরিচিত। ভাটপাড়ার পুর প্রশাসক অরুন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রাক্তন উপ-পুরপ্রধান সোমনাথ তালুকদার প্রার্থী হবার দৌঁড়ে ছিলেন। বিদায়ী হিমাংশু সরকারেরও মনের বাসনা ছিল প্রার্থী হবার। কিন্তু চাপিয়ে দেওয়া সোমনাথ শ্যামকে প্রার্থী করায় মুষড়ে পড়েছেন জগদ্দলের আদি নেতারা। নোয়াপাড়া কেন্দ্রেও প্রার্থী নিয়ে তৃণমূলের একটা শ্রেণীর মধ্যে ক্ষোভ রয়েছে। নিচুতলার কর্মীদের দাবি ছিল, কঠিন লড়াইয়ে লড়াকু ইমেজের কাউকে প্রার্থী করা। কিন্তু প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসুকে এই কেন্দ্রে প্রার্থী করায় হতাশ দলীয় কর্মীরা। গারুলিয়ার পুরপ্রশাসক সঞ্জয় সিং ওরফে নন্নেকে কিংবা উত্তর ব্যারাকপুর পুর প্রশাসক মলয় ঘোষকে প্রার্থী করার দাবি ছিল নিচুতলার একাংশের। ভাটপাড়ার পর শিল্পাঞ্চলের আরেকটি নজরকাড়া কেন্দ্র ব্যারকপুর। এই কেন্দ্রের অন্যতম দাবিদার ছিলেন পুর প্রশাসক উত্তম দাস। প্রার্থী হবার বাসনা ছিল আরও দু-একজনের। কিন্তু ওই কেন্দ্রে পরিচালক রাজ চক্রবর্তীকে প্রার্থী করায় দলের অন্দরে ক্ষোভ চরমে। চরম গোষ্ঠী কাজিয়া সামাল দিয়ে শাসকদল কেমন ফল করে, সেটাই এখন দেখার।

No comments:

Post a Comment