নোয়াপাড়া কেন্দ্রে ফিরিয়ে আনা হলো দলের পুরনো সৈনিক মঞ্জু বসুকে। তাঁকে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহু চর্চিত ভাটপাড়া বিধানসভা কেন্দ্র। বলা হয় অর্জুন সিংয়ের খাস তালুক। তাঁর ছেড়ে যাওয়া আসনে পুত্র পবন সিং হেভিওয়েট নেতা মদন মিত্রকে বিপুল ভোটে হারিয়েছেন। সেখানে তৃনমূলের প্রার্থী হলেন জিতু সাউ। তিনি ২০১৬ সালে নির্দল হিসেবে অর্জুন সিংয়ের বিপরীতে লড়েছিলেন। আমডাঙার দু'বারের বিধায়ক রফিকুর রহমানকে সরিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় নতুন মুখ মূর্তাজা মুস্তাককে দাঁড় করাল তৃনমূল। মাঝে নৈহাটি কেন্দ্রে তৃতীয় বারের জন্য পুরনো মুখ পার্থ ভৌমিককে দল রেখে দিল।
Friday, March 5, 2021
ব্যারাকপুরের সাতটি আসনে চার নতুন মুখকে প্রার্থী করল তৃনমূল
নিজস্ব প্রতিনিধিঃ এবারে একুশের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রের সাতটি আসনে তৃনমূল চারজন নতুন মুখকে প্রার্থী করল। লোকসভা ভোটে দিনেশ ত্রিবেদীর পরাজয়ের পর এই শিপ্লাঞ্চলে কার্যত মুখ থুবড়ে পড়ে তৃনমূলের সংগঠন। একে একে বীজপুর, নোয়াপাড়ার বিধায়করা বিজেপিতে যোগ দেন। সব শেষে চমকে দিয়ে ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত তৃনমূল ছেড়ে গেরুয়া পতাকা হাতে তুলে নেন। স্বভাবতই এই নির্বাচন ব্যারাকপুরে তৃনমূলের কাছে হতে চলেছে অস্তিত্ব রক্ষার লড়াই। যে তিন জন নতুন মুখকে প্রার্থী করা হল তাঁদের মধ্যে চলচ্চিত্র জগতের রাজ চক্রবর্তী ব্যারাকপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জগদ্দলে এই প্রথম স্হানীয় প্রার্থী হলেন সোমনাথ শ্যাম। এর আগে দুবার এই কেন্দ্র থেকে পরশ দত্ত বিধায়ক হয়েছিলেন। যদিও তিনি কলকাতার বাসিন্দা। বীজপুর বিধানসভায় নতুন মুখ সুবোধ অধিকারী। বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিয়ে মাত্র অল্পসময়ের ব্যবধানে তিনি বীজপুরের মাটিতে এই প্রথম সাফল্য পেলেন।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটীতে আসছেন শুভেন্দু অধিকারী। আর জি কর কান্ডে নাগরিক আন্দোলনের ওপর হামলার ঘটনায় তিনি একটি প্রতিবাদ মিছিলে ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
No comments:
Post a Comment