Thursday, March 4, 2021
কলেজ ছাত্রের নিখোঁজ ঘিরে রহস্য আগরপাড়ায়
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ কলেজে যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে বেপাত্তা এক কলেজ ছাত্র। রহস্যজনকভাবে নিখোঁজ ওই ছাত্রের নাম ঋষভ কুমার মুখার্জি (১৯)। নিখোঁজ ছাত্র ১৯ বছরের ঋষভ কুমার মুখার্জি ঘোলা থানার আগরপাড়া উসুমপুর উত্তরপল্লীর বাসিন্দা। নিখোঁজ ছাত্রের মা খুশি মুখার্জি জানান, গত ২৬ ফেব্রুয়ারি থেকে তিনদিন ছেলে বালিগঞ্জে ছিল। ১ লা মার্চ অর্থাৎ সোমবার সকালে ১০ মিনিটের জন্য বাড়িতে এসেই, সকাল ১০-২০ মিনিট নাগাদ রানাঘাটে কলেজে যাবার জন্য ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর আর ছেলে বাড়ি ফেরেনি। একটা ফাইলে থাকা ওর কাগজপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘোলা থানায় নিখোঁজের ডায়েরি করা হয়েছে। ছেলে নিখোঁজে উদ্বিগ্ন আগরপাড়ার উসুমপুরের মুখোপাধ্যায় পরিবার।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটীতে আসছেন শুভেন্দু অধিকারী। আর জি কর কান্ডে নাগরিক আন্দোলনের ওপর হামলার ঘটনায় তিনি একটি প্রতিবাদ মিছিলে ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
No comments:
Post a Comment