Thursday, March 4, 2021

কলেজ ছাত্রের নিখোঁজ ঘিরে রহস্য আগরপাড়ায়

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ কলেজে যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে বেপাত্তা এক কলেজ ছাত্র।  রহস্যজনকভাবে নিখোঁজ ওই ছাত্রের নাম ঋষভ কুমার মুখার্জি (১৯)। নিখোঁজ ছাত্র ১৯ বছরের ঋষভ কুমার মুখার্জি ঘোলা থানার আগরপাড়া উসুমপুর উত্তরপল্লীর বাসিন্দা। নিখোঁজ ছাত্রের মা খুশি মুখার্জি জানান, গত ২৬ ফেব্রুয়ারি থেকে তিনদিন ছেলে বালিগঞ্জে ছিল। ১ লা মার্চ অর্থাৎ সোমবার সকালে ১০ মিনিটের জন্য বাড়িতে এসেই, সকাল ১০-২০ মিনিট নাগাদ রানাঘাটে কলেজে যাবার জন্য ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর আর ছেলে বাড়ি ফেরেনি। একটা ফাইলে থাকা ওর কাগজপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘোলা থানায় নিখোঁজের ডায়েরি করা হয়েছে। ছেলে নিখোঁজে উদ্বিগ্ন আগরপাড়ার উসুমপুরের মুখোপাধ্যায় পরিবার।

No comments:

Post a Comment