Thursday, March 4, 2021
বাংলায় গুন্ডারাজ ও দুর্নীতির আখড়া, জগদ্দলে এসে বললেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ মমতার বাংলা গুন্ডারাজ ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। বৃহস্পতিবার সকালে জগদ্দলের হনুমান মন্দিরে পুজো দিয়ে এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই। এদিন তিনি দাবি করলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশ জুড়ে উন্নয়ন চলছে। কিন্তু সেই উন্নয়নের ধারাকে পশ্চিমবঙ্গে আটকে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কেন্দ্রীয় মন্ত্রী বললেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি বাংলার মানুষের আস্থা রয়েছে। উনি বাংলার বিকাশ চান। পাশাপাশি এখানকার গৌরবকে আরও উঁচুতে তুলে ধরতে চান। মন্ত্রীর দাবি, এই রাজ্যের মানুষের বিজেপি প্রতি আস্থা বেড়েছে। তাতেই পরিষ্কার বাংলায় এবার পরিবর্তন নিশ্চিত। বাংলায় তৃণমূল সরকারের পতন হবে। আর বাংলায় বিজেপি আসবে। তাঁর কথায়, আগামী ৭ মার্চ ব্রিগেডে জনসভা করতে প্রধানমন্ত্রী মোদীজী বাংলায় পা রাখবেন।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটীতে আসছেন শুভেন্দু অধিকারী। আর জি কর কান্ডে নাগরিক আন্দোলনের ওপর হামলার ঘটনায় তিনি একটি প্রতিবাদ মিছিলে ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
No comments:
Post a Comment