Friday, February 12, 2021

বামেদের বনধে আংশিক প্রভাব ব্যারাকপুর শিল্পাঞ্চলে

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ বামেদের ডাকা ১২ ঘন্টার বনধে শুক্রবার ব্যারাকপুর শিল্পাঞ্চলে আংশিক প্রভাব পড়ল। অন্যান্য দিনের মতোই বাজার, দোকানপাট, অফিস, আদালত, খোলা ছিল। জুটমিল ও কলকারখানায় শ্রমিকদের হাজিরা ছিল অন্যান্য দিনের মতোই। হুগলী নদীর তীরবর্তী ফেরিঘাটগুলো স্বাভাবিক ছিল। ঘোষপাড়া রোড, এস এন ব্যানার্জি রোড ও বিটি রোডে যানবাহন সচল ছিল।  তবে শিয়ালদহ মেইন শাখার শ্যামনগর, কাঁকিনাড়া ও কাঁচরাপাড়া স্টেশন কিছুক্ষনের জন্য রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় বনধ সমর্থকরা। তাছাড়া ঘোষপাড়া রোডের নৈহাটি, ইছাপুর ও ভাটপাড়ায় অল্প সময়ের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ধর্মঘটিরা। জানা গিয়েছে, ইছাপুরে বনধের সমর্থনে মিছিল চলাকালীন আচমকা ঢুকে পড়ে এক বাইক এবং একটি অটো। অভিযোগ উঠেছে, বাইক আরোহীকে মারধোর করা হয়েছে এবং অটোর কাঁচ ভেঙে দেওয়া হয়েছে।
  যদিও বনধে শিল্পাঞ্চলে ব্যাপক সাড়া মিলেছে বলে দাবি করলেন সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। তাঁর দাবি, দোকানপাট বন্ধ ছিল। মানুষ বনধে সাড়া দিয়ে পথে খুব কম নেমেছেন। তবে ১২ ঘন্টার মধ্যে জুটমিল ও কলকারখানাগুলোকে ছাড় দেওয়া হয়।

No comments:

Post a Comment