Friday, February 12, 2021
বামেদের বনধে আংশিক প্রভাব ব্যারাকপুর শিল্পাঞ্চলে
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ বামেদের ডাকা ১২ ঘন্টার বনধে শুক্রবার ব্যারাকপুর শিল্পাঞ্চলে আংশিক প্রভাব পড়ল। অন্যান্য দিনের মতোই বাজার, দোকানপাট, অফিস, আদালত, খোলা ছিল। জুটমিল ও কলকারখানায় শ্রমিকদের হাজিরা ছিল অন্যান্য দিনের মতোই। হুগলী নদীর তীরবর্তী ফেরিঘাটগুলো স্বাভাবিক ছিল। ঘোষপাড়া রোড, এস এন ব্যানার্জি রোড ও বিটি রোডে যানবাহন সচল ছিল। তবে শিয়ালদহ মেইন শাখার শ্যামনগর, কাঁকিনাড়া ও কাঁচরাপাড়া স্টেশন কিছুক্ষনের জন্য রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় বনধ সমর্থকরা। তাছাড়া ঘোষপাড়া রোডের নৈহাটি, ইছাপুর ও ভাটপাড়ায় অল্প সময়ের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ধর্মঘটিরা। জানা গিয়েছে, ইছাপুরে বনধের সমর্থনে মিছিল চলাকালীন আচমকা ঢুকে পড়ে এক বাইক এবং একটি অটো। অভিযোগ উঠেছে, বাইক আরোহীকে মারধোর করা হয়েছে এবং অটোর কাঁচ ভেঙে দেওয়া হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
-
নিজস্ব প্রতিনিধিঃ কিছুদিন যাবৎ ব্যারাকপুরের আকাশে রাজনীতির কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। গর্জন-তর্জন কখনো ঝিরি ঝিরি কখনো আবার এক পশল...
No comments:
Post a Comment