Thursday, February 11, 2021

মনীশের খুনিদের আড়াল করতেই তৃনমূলের বিরুদ্ধে প্রলোভনের অভিযোগ পিতা চন্দ্রমনির

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ ছেলের খুনের ঘটনা আড়াল করতে তাঁকে নানান প্রলোভন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন নিহত বিজেপি নেতা মনীশ শুক্লার পিতা চন্দ্রমনি শুক্লা। বৃহস্পতিবার খড়দার বাড়িতে সাংবাদিক সন্মলেন করে চন্দ্রমনি শুক্লা বলেন, সি আই ডি-র চার্জশিটে এফ আই আরে নাম থাকা ১০ জনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। নিয়মরক্ষার জন্য ব্যারাকপুর ও টিটাগড়ের পুর প্রশাসকদের ডেকেছিল সি আই ডি। এমনকী পুলিশের ভূমিকাও সন্দেহজনক। ছেলে খুনে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য এদিন তিনি ফের সিবিআই তদন্তের দাবি করলেন। প্রসঙ্গত, ২০২০ সালের ৪ অক্টোবর ভর সন্ধ্যেয় টিটাগড় থানার সামনে দুষ্কৃতীদের গুলিতে খুন হন বিজেপি নেতা মনীশ শুক্লা। সেই ঘটনার চার মাস বাদেও তদন্তের গতিপ্রকৃতি সঠিক পথে এগোচ্ছে না বলে অভিযোগ করলেন চন্দ্রমনি শুক্লা। এদিন তিনি সাংবাদিকদের বললেন, রাজ্য সরকারের তদন্তের ওপর আমাদের কোনও আস্তা নেই। তাই সঠিক তদন্তের দাবিতে বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা'র দৃষ্টি আকর্ষণ করবেন। চন্দ্রমণি বাবুর বিস্ফোরক অভিযোগ, ছেলে মনিশের খুনিদের আড়াল করতে তৃণমূল  নেতৃত্ব ফোন মারফত তাঁকে বিভিন্ন ভাবে প্রলোভিত করার চেষ্টা চলছে।
 তার দাবি, তিন-চারদিন খড়দার পুর প্রশাসক একজন দূত মারফত খবর পাঠিয়ে তৃণমূলে যোগ দিতে বলেছিল। তাছাড়া তৃণমূলের রাজ্য যুব সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়ও তার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন।  এদিন তিনি সাফ জানিয়ে দেন, আমি কোনো রাজনৈতিক দল করি না। তবে ছেলের হত্যার পর বিজেপিই তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। এখন হয়তো তৃণমূল মনে করছে বিজেপি মনিশকে সামনে রেখে আগামী নির্বাচনে জিতে যাবে। তাই ওরা আমাকে এইভাবে প্রলোভন দেখাচ্ছে।

No comments:

Post a Comment