Thursday, February 11, 2021

বিজেপির বাইক রেলি আটকালো পুলিশ খড়দায়

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ বিজেপির মহিলা মোর্চার বাইক রেলি এবার আটকালো পুলিশ। বৃহস্পতিবার মহিলা মোর্চার পক্ষ থেকে খড়দার কল্যান নগর মোড় থেকে স্টেশন রোড ধরে বিটি রোডের মুখ পর্যন্ত বাইক রেলির আয়োজন করা হয়েছিল। কিন্তু স্টেশন সংলগ্ন রেলগেটে রেলি আসতেই পুলিশ আটকে দেয়। এরপর পুলিশকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকরা। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে আসে র‍্যাফ-সহ বিশাল পুলিশ বাহিনী। 
পুলিশি বাঁধায় খড়দহ স্টেশন থেকে পায়ে হেঁটে কল্যান নগর পর্যন্ত মিছিল করলেন বিজেপি কর্মীরা।

No comments:

Post a Comment