Thursday, February 11, 2021

দিদিমণি ভাইপোকে নেতা মানতে বলেছিলেন, গারুলিয়ার সভায় দাবি শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ পিসি-ভাইপোকে এবার উপড়ে ফেলার ডাক দিলেন জননেতা শুভেন্দু অধিকারী। বুধবার উত্তর ২৪ পরগনার পলতা থেকে রোড শো শেষে সন্ধ্যেয় গারুলিয়ার জনসভায় মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, কলকাতা ও দিল্লীতে একই সরকার চাই। ডবল ইঞ্জিন সরকার চাই। এবার দুশো পার। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, বিজেপি ক্ষমতায় এলে দিদিমণিকে মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া হবে। কেন্দ্রীয় প্রকল্পগুলোকে নিজেদের প্রকল্প বলে তৃণমূল সরকার চালাচ্ছে বলে অভিযোগ শুভেন্দুর। মুখ্যমন্ত্রীকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তিনি বলেন, কংগ্রেসের টিকিটে দিদিমণি চার বার সাংসদ হয়েছিলেন। কংগ্রেসের মন্ত্রীসভায় তিনি অনেকবার মন্ত্রী  হয়েছিলেন। তাছাড়া বিজেপির সমর্থনে সাংসদ হয়েছেন এবং মন্ত্রীও হয়েছিলেন একাধিকবার। জনতার উদ্দেশ্যে তার প্রশ্ন, এবার আপনারাই বিচার করুন, কে বিশ্বাসঘাতক। বক্তৃতার রন্ধ্রে রন্ধ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন শুভেন্দু অধিকারী।  শুভেন্দুর কথায়, দিদিমণি ভাইপোকে নেতা মানার কথা বলেছিলেন। 
কিন্তু তোলাবাজ ভাইপো কোনোদিন ছাত্র কিংবা যুব রাজনীতি করেনি।  সিপিএমের বিরুদ্ধে সভা-মিছিল করেনি। তাহলে কে ওকে নেতা মানবে, প্রশ্ন শুভেন্দুর। ভবানীপুর, নন্দীগ্রাম বাদে ব্যারাকপুর  কেন্দ্রের যেকোনও আসনে  দিদিমণি দাঁড়ান। গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে হারিয়ে দেব। সাংসদ অর্জুন সিং এদিন জোরের সঙ্গে দাবি করলেন, ভোট গণনার দুদিন বাদে পিসি-ভাইপো সিঙ্গাপুর পালিয়ে  যাবেন। কারন, বাংলার মানুষের ওপর এত জুলুম, অত্যাচার করেছেন। তাই বাংলার জনতা আপনাকে আর আপনার ভাইপোকে বাংলায় থাকতে দেবে না।  জননেতা অর্জুন সিং ও জননেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্ব রোড শো পলতা বাস স্টান্ড থেকে শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে গারুলিয়া পিনকল মোড় আসে। সেখান থেকে গারুলিয়া মেইন রোড ধরে পুরসভার সামনে  শেষ হয়। জননেতা শুভেন্দু অধিকারি, বিজেপির রাজ্য সহ-সভাপতি তথা সাংসদ  অর্জুন সিং ছাড়াও এদিনের রোড শো-তে হাজির ছিলেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং, ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং, রাজ্যের সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায় চৌধুরী, রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, বিজেপি নেতা সন্বয় বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সহ-সভাপতি যথাক্রমে অরুন ব্রহ্ম ও বিজয় মুখার্জি। এছাড়াও জেলা কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ ব্যানার্জি ও সায়ন্তন স্যানাল, সম্পাদক গৌতম বোস, এক্সাইড পার্মানেন্ট মজদুর মোর্চা ইউনিয়নের সম্পাদক রজত মৈত্র, ব্যারাকপুর জেলার মহিলা মোর্চা ও যুব মোর্চার সভাপতি যথাক্রমে অপর্ণা বল ও সাগর রায়, যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য কুন্দন সিং, যুব নেতা আদিত্য সিং, প্রদীপ পাত্র, অশোক সিং-সহ অন্যান্য নেতৃবৃন্দ। 
গারুলিয়া পুরসভার সামনে আয়োজিত সভায় বিভিন্ন দল থেকে শতাধিক কর্মী গেরুয়া শিবিরে যোগ দিলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেনশুভেন্দু অধিকারী ও অর্জুন সিং।

No comments:

Post a Comment