Wednesday, February 10, 2021

ভোটের মুখে বিজেপির ব্যারাকপুর জেলা কমিটি ঘিরে ব্যাপক ক্ষোভ

বিল্টু কাশ্যপঃ ভোটের মুখে সদ্য প্রকাশিত বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার নতুন কমিটি ঘিরে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত কমিটি থেকে বাদ যাওয়া অনেকেই ক্ষোভের কথা জানালেন যুগান্তরের  প্রতিনিধিদের। শিল্পাঞ্চলের একমাত্র প্রতিবাদী দর্পন কমিটি নিয়ে নিশ্চুপ কেন, তা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন 'ধামাধরা' সংবাদ কর্মীদের বিরুদ্ধেও। অভিযোগ উঠেছে, ব্যারাকপুর কেন্দ্রে জয়জয়কার 'ব্যানার্জি' গোষ্ঠীর। ভোট রাজনীতির আঙিনায় ব্যানার্জি গোষ্ঠী একেবারেই অনভিজ্ঞ। তাছাড়া টিটাগড় পুরসভা এলাকায় কেউই কমিটিতে স্থান পায়নি। নয়া নিযুক্ত আটজন সম্পাদকের মধ্যে রাজা দত্ত ও গৌতম বসু বাদে সকলেই ভোট মেশিনারির ক্ষেত্রে অভিজ্ঞ নন। টাফ লড়াইয়ের নির্বাচনে অলড়াকু কমিটি কিভাবে মোকাবিলা করবে, তা নিয়েই দলের অন্দরে চর্চা চলছে। অভিযোগ উঠেছে, মাটি-বালি মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করা গনেশ দাস কমিটিতে ব্রাত্য। ঠাঁই মিলেছে শিক্ষা সেলের এক নেত্রীর। পড়শিদের সঙ্গে তার সুসম্পর্কের বিষয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। শুধু তাই নয়, কোনোদিন নির্বাচনী যুদ্ধে অংশ নেননি। দলের অন্দরেই অভিযোগ, ওই নেত্রীর পিতা বাম জমানায় কো-অর্ডিনেশন কমিটির সদস্য ছিলেন। রাজ্যে পালাবদল ঘটতেই তিনি জার্সি বদল করে ঘাসফুলে ভিড়ে যান। হাজিনগরে পদ্মফুলের ভোট ব্যাঙ্ক রয়েছে। ভোট ব্যাঙ্ক ধরে রাখার ক্ষেত্রে যুব নেতা অমিত চৌবে কমিটিতে জায়গা পায়নি। নৈহাটি গ্রামীণ এলাকায় চারটি পঞ্চায়েত। অথচ গ্রামীণ অঞ্চল থেকে কাউকেই কমিটিতে স্থান দেওয়া হয়নি।
 সবমিলিয়ে, মঙ্গলবার রাতে পাশ হওয়া নয়া জেলা কমিটি নিয়ে ক্ষোভ সর্বত্রই। জেলা নেতৃত্ব কিভাবে দলীয় পুঞ্জীভূত ক্ষোভ সামাল দেন, সেটাই এখন দেখার।

No comments:

Post a Comment