Tuesday, February 9, 2021

বাম-কংগ্রেসের অবস্হান বিক্ষোভ গারুলিয়া পৌরসভায়

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ ভাটপাড়ার পর গারুলিয়া। একগুচ্ছ দাবি-দাওয়া নিয়ে মঙ্গলবার গারুলিয়া পুরসভার সামনে অবস্থান  অবস্থান বিক্ষোভ প্রদর্শন করল বাম-কংগ্রেস নেতৃত্ব।  বিক্ষোভ শেষে বাম-কংগ্রেস নেতৃত্ব পুর প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন। বাম-কংগ্রেস নেতারা অভিযোগের সুরে বললেন, স্থগিত হয়ে যাওয়া পুর নির্বাচন দ্রুত করতে হবে। এই মুহুর্তে পুর অঞ্চলের নাগরিক পরিষেবা শিকেয় উঠেছে। গারুলিয়া অঞ্চল জুড়ে রাস্তা ঘাটের বেহাল দশা। নিকাশি থেকে আবর্জনা ঠিক মতো পরিষ্কার হচ্ছে না।
 এছাড়াও বিভিন্ন পুর সমস্যার সমাধান করতে হবে। না হলে তারা আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানালেন।

No comments:

Post a Comment