Tuesday, February 9, 2021
ভাটপাড়ায় তৃনমূলের প্রার্থী হওয়ার দৌঁড়ে একাধিক, শেষে মদন না সেলিব্রেটি?
নিজস্ব প্রতিনিধিঃ ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী হবার দৌঁড়ে শাসকদলের একাধিক নেতা। যদিও দাপুটে তৃণমূল নেতা মদন মিত্র এই কেন্দ্রে রাজনীতির আঙিনায় নবাগত পবন সিংয়ের কাছে পরাজিত হয়েছেন। তবুও এই কেন্দ্রে আনাচে-কানাচে কান পাতলেই তৃনমূলের একাধিক নাম ভেসে বেড়াচ্ছে। প্রাক্তন কাউন্সিলর জিতেন্দ্র সাউ থেকে শুরু করে বর্ষীয়ান নেতা ধরম পাল গুপ্তা, যুব নেতা গোপাল রাউত, অমিত গুপ্তা দের নাম শোনা যাচ্ছে। তবে পদ্মফুলের শক্ত ঘাঁটিতে এঁরা আদৌ দাঁত ফোঁটাতে পারবে কিনা, তা নিয়েই দলের অন্দরে প্রশ্নও উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাংসদ অর্জুন সিংয়ের হাতের তালুর মতো চেনা ভাটপাড়ায় শাসকদলের কোনও নেতাই 'ফিটেস্ট' নয়। সেক্ষেত্রে টলিউড দুনিয়ার কাউকে প্রার্থী করার ব্যাপারে চিন্তা-ভাবনা করছেন ঘাসফুলের শীর্ষ নেতৃত্ব। অভিযোগ উঠেছে, গোষ্ঠী কাজিয়ায় বিধ্বস্ত ভাটপাড়ায় শাসকদলের নেতাদের মধ্যে মনোমালিন্য মাঝে-মধ্যেই প্রকাশ্যে এসে পড়ছে।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটীতে আসছেন শুভেন্দু অধিকারী। আর জি কর কান্ডে নাগরিক আন্দোলনের ওপর হামলার ঘটনায় তিনি একটি প্রতিবাদ মিছিলে ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
No comments:
Post a Comment