Monday, February 8, 2021

ব্যারাকপুর বিজেপির গোষ্ঠী কাজিয়া কৃষি সুরক্ষা অভিযানে

নিজস্ব প্রতিনিধিঃ কৃষি সুরক্ষা অভিযান ব্যারাকপুর সাংগঠনিক জেলায় জোরকদমে শুরু হয়েছিল। তাল কাটল গত ৫ ফেব্রুয়ারি। অভিযোগ, কোনওকারন ছাড়াই জেলা কৃষি সুরক্ষা প্রমুখ শিবনাথ মাহাতোকে সরিয়ে দেওয়া হল। তার পরিবর্তে কৃষি সুরক্ষা অভিযানের প্রমুখ ও সহ-প্রমুখ করা হল যথাক্রমে সুব্রত দাস ওরফে পিন্টু ও প্রভাস বালাকে। সূত্র বলছে, হালিশহর জেটিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শিবনাথ মাহাতো। কৃষিকাজ বিষয়ে তার অভিজ্ঞতাও রয়েছে। কিন্তু তাকে সরিয়ে আনকোরা দুইজনকে পদে বসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শিবনাথকে সরানোয় জেলার কিষান মোর্চায় গোষ্ঠী কোন্দল দানা বেঁধেছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, ব্যারাকপুর জেলার কিষান মোর্চার সহ-সভাপতি যথাক্রমে শিবনাথ মাহাতো, নিরঞ্জন দাস ও বিজয় দাস। সাধারণ সম্পাদক জ্যোতির্ময় ভট্টাচার্য ও প্রসেনজিৎ সাহা। অভিযোগ উঠেছে, শিবনাথকে কোনঠাসা করতে চেষ্টা চালাচ্ছেন নিরঞ্জন ও প্রসেনজিৎ শিবির। সূত্র বলছে, নিরঞ্জন অস্বচ্ছ ইমেজের। তিনি 'বির্তকিত'  হিসেবেই এলাকায় পরিচিত। 
তবুও তাকে সামনের সারিতে আনায় কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়াচ্ছে। সামনেই কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। এমন সময়ে ব্যারাকপুর জেলা কিষান মোর্চার গোষ্ঠীর কাজিয়ায় গেরুয়া শিবির অস্বস্তিতে। ভোট ব্যাঙ্ক বাড়াতে দলীয় কোন্দল মোচনে উচ্চনেতৃত্ব কি পদক্ষেপ নেন, সেটাই এখন দেখার বিষয়।

No comments:

Post a Comment