Monday, February 8, 2021

বেসরকারি স্কুলের ফি মুকুবের দাবিতে ব্যারাকপুরে বিক্ষোভ অভিভাবকদের

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ বেলঘড়িয়ার একটি প্রখ্যাত বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অতিরিক্ত ফি মুকুবের দাবিতে সরব হলেন অভিভাবকেরা। স্কুল গেটে বিক্ষোভ প্রদর্শন করে কোনো সুরাহা না মেলায়,  সোমবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনের সামনে ধর্নায় বসেন  অভিভাবকরা। প্রশাসনিক ভবনের গেট আটকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ব্যারাকপুর থানার পুলিশ।   অবশেষে পুলিশের মধ্যস্ততায় পরিস্তিতি স্বাভাবিক হয়। অতিরিক্ত ফি মুকুব না করা হলে বৃহত্তর আন্দোলনে সামিল হবার হুমকি দিয়েছেন অভিভাবকেরা। 
অভিযোগ, গত ১৩ অক্টোবরের  হাইকোর্টের অর্ডার মানছে না এডামাস ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ। তাই অভিভাবকরা একপ্রকার বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন।

No comments:

Post a Comment