Sunday, February 7, 2021
নৈহাটিতে বিজেপির যোগদান মেলায় তৃনমূলী ছাপ দেখছে কর্মীরা
নিজস্ব প্রতিনিধিঃ শনিবার সাংসদের উপস্থিতিতে নৈহাটির গৌরীপুরে বিজেপির সভা থেকে যোগদান কর্মসূচি নিয়ে প্রশ্ন চিহ্নের মুখে নৈহাটি মন্ডল-১ নেতৃত্ব। অনুষ্ঠান শেষেই কর্মীরা সমালোচনায় বিদ্ধ করেছেন নেতৃত্বকে। স্হানীয় বিজেপি কর্মীদের প্রশ্ন, কাদের হাতে পতাকা ধরিয়ে দেওয়া হল? মুখ কোথায়? কেউ কেউ ক্ষোভ উগরে দিয়ে বলেন, যাদের দেখা গেল তাদের মধ্যে ভোটে নাম নেই অধিকাংশের। আর মারাত্মক অভিযোগ, যোগদানের সংখ্যা ৬০০ নিয়ে। মহিলা ২০০ ও পুরুষ ৪০০ জন ঘোষণা করা হলো মঞ্চে। কিন্তু কার্যত কোনো মহিলার হাতে পতাকা ধরাতে দেখা গেলনা। এ যেন নাম-গোত্রহীন যোগদান। এই কান্ড ঘিরে শুরু হয়েছে নৈহাটি জুড়ে চর্চা। এই মুহূর্তে নৈহাটি বিধানসভায় বিজেপির মুখ নিয়ে কর্মীরা হতাশ। নেতৃত্বের পরিচালনা অনেকাংশে থমকে গেছে। মাঝ পথে কেউ কেউ দায়িত্ব নিয়ে দলের মুখ পোড়াচ্ছে। সব জেনে বুঝেও এক আশ্চর্যজনক নিরবতা নৈহাটির বিজেপি দলে। আদি বনাম নব্য বিজেপির বহু যোগ্য মুখকে সামনের সারিতে দেখা যাচ্ছে না। কার্যত নৈহাটির সাধারণ মানুষের কাছে তৃনমূলের ডুপ্লিকেট হিসেবে পরিচিতি পাচ্ছে বিজেপি। লোকসভা ভোটের লড়াকু বহু মুখের আক্ষেপ, দলে পদ নিয়ে আকছা-আকছিতে ব্যস্ত কর্মীরা। আর বেশিরভাগ পদাধিকারীরা অতি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। যেন সরকারে এসেই গেছে।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটীতে আসছেন শুভেন্দু অধিকারী। আর জি কর কান্ডে নাগরিক আন্দোলনের ওপর হামলার ঘটনায় তিনি একটি প্রতিবাদ মিছিলে ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
No comments:
Post a Comment