Sunday, February 7, 2021
ব্যারাকপুরে বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিলেন দুর্দিনের লড়াকু কর্মীরা
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ ভোটের মুখে গেরুয়া শিবিরে ভাঙন ব্যারাকপুরে। নয়া গেরুয়া কমিটিতে স্থান না পেয়ে শনিবার রাতে প্রাক্তন পরিবহন মন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন স্বপন সেনগুপ্ত, সিদ্ধার্থ রায় চৌধুরী ওরফে সিঁধু, রাজা, নারায়ন, বিশ্বনাথ-সহ অনেকেই। স্বপন সেনগুপ্ত শেষ পুরসভা নির্বাচনে ব্যারাকপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির হয়ে ভোটে লড়েছিলেন। পালাবদলকারীরা সকলেই সক্রিয় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত। ভোটের মুখে দলের ভাঙনে চরম অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। সূত্র বলছে, নতুন গেরুয়া কমিটি থেকে বাদ পড়া প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ আঁশ প্রয়াত জননেতা মনীশ শুক্লার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। মনীশের হাতে গড়া 'সৃষ্টি' সংস্থার সমস্ত সেবামূলক কাজে মিলন বাবু হাজির থাকতেন। অভিযোগ উঠেছে, কমিটিতে ঠাঁই পাওয়া অনেকেই লোকসভা নির্বাচনে নিষ্প্রভ ছিলেন। গল্প এখানেই শেষ নয়।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটীতে আসছেন শুভেন্দু অধিকারী। আর জি কর কান্ডে নাগরিক আন্দোলনের ওপর হামলার ঘটনায় তিনি একটি প্রতিবাদ মিছিলে ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
No comments:
Post a Comment