Saturday, February 6, 2021

জগদ্দলে নতুন বাজারে ভুসির গুদামে বোমাবাজি

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ ফের বোমাবাজি জগদ্দলে। শুক্রবার রাতে জগদ্দল থানার ১৭ নম্বর ওয়ার্ডের চালপট্টি নতুন বাজারে একটি ভুসির গোডাউনে বোমা মারে দুষ্কৃতীরা। মাত্র সপ্তাহ খানেক আগে এই বাজারের ছাউনিতে বোমা মারার ঘটনা ঘটেছিল।একের পর এক বোমাবাজির ঘটনায় আতঙ্কে জগদ্দলের নতুন বাজারের ব্যবসায়ীরা ও বাজার সংলগ্ন বাসিন্দারা।  অভিযোগ, বোমাবাজির ঘটনার জেরে ক্রেতাদের সংখ্যা দিনকে দিন কমছে। সন্ধ্যের পর ক্রেতারা বাজারে আসতে ভয় পাচ্ছেন। ব্যবসায়ীদের দাবি, আগে রাত ১০-৩০ মিনিট পর্যন্ত কেনাবেচা চলতো। 
এখন সন্ধ্যা আটটার মধ্যে ভয়ে দোকান বন্ধ করে দিতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পরপর বোমাবাজির ঘটনা ঘটলেও, পুলিশ নির্বিকার। দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে ব্যর্থ জগদ্দল থানার পুলিশ। এদিকে দুষ্কৃতী দৌরাত্ম্য বন্ধে পুলিশি টহল জোরদার করার দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা।

No comments:

Post a Comment