Saturday, February 6, 2021

নতুন মন্ডল কমিটি ঘিরে দলের অন্দরে তীব্র ক্ষোভ ব্যারাকপুরে

নিজস্ব প্রতিনিধিঃ নতুন গেরুয়া কমিটি ঘিরে তীব্র ক্ষোভ ছড়াল ব্যারাকপুর জুড়ে। লোকসভা নির্বাচনে বুক চিতিয়ে লড়াই করা একাধিক সক্রিয় বিজেপি কর্মীদের ঠাঁই মেলেনি ব্যারাকপুর মন্ডল-১ কমিটিতে। ফলে দলের অন্দরেই ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। সূত্র বলছে,  তালিকায় ব্রাত্য থাকা অনেকেই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হয়ত ঘরে বসে যাবেন। নতুবা তারা জার্সি বদল করে ঘাসফুলে ভিড়ে যাবেন। সূত্রে খবর, প্রাক্তন  কাউন্সিলর মিলন কৃষ্ণ আঁশ ছাড়াও মন্ডল কমিটি থেকে বাদ পড়েছেন গোবিন্দ ঘোষ, পবিত্র দে, গোবিন্দ মুখার্জি, ননী গোপাল দাসেরা। অভিযোগ  উঠেছে, লোকসভা নির্বাচনে জীবনের ঝুঁকি নিয়ে বুথে বসা কর্মীদের পরিবর্তে নতুন কমিটিতে এমন অনেক মুখ ঠাঁই পেয়েছেন, যারা লোকসভা নির্বাচনে লুকিয়ে চুরিয়ে ছিলেন।
 যদিও নয়া মন্ডল কমিটিতে ব্রাত্য বিজেপি কর্মীরা প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। কিন্তু নয়া কমিটি নিয়ে দলের অন্দরে ক্ষোভ জন্মেছে, তা ব্যারাকপুরের আনাচে-কানাচে কান পাতলেই স্পষ্ট। তবে নির্বাচনের ঘন্টা বাজার পর, কমিটিতে স্থান না পাওয়া গেরুয়া কর্মীরা কোন পথে হাঁটেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

No comments:

Post a Comment