Friday, February 5, 2021

শ্যামনগর নিক্ক কারখানা গেটে কর্মীদের অবস্থান বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ  কাজে যোগ দেওয়ার দাবিতে শ্যামনগর নিক্ক কারখানার গেটে কর্মীদের অবস্থান বিক্ষোভ। শুক্রবার সকাল ৭-৩০ মিনিট থেকে ৪ টে পর্যন্ত কারখানা গেটে পুরাতন কর্মীরা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। উল্লেখ্য, বহু বছর বন্ধ ছিল শ্যামনগর নিক্ক কারখানা। কারখানায় মেইনটেনেন্সের কাজ শুরু হয়েছে। অভিযোগ, পুরানো কর্মীদের বাদ দিয়ে বহিরাগতদের দিয়ে কাজ করানো হচ্ছে। এমনকী  বকেয়া পাওনা-গণ্ডা নিয়ে কারখানা  কর্তৃপক্ষ নিশ্চুপ। 
পুরানো কর্মীদের কাজে নেবার আশ্বাস না মেলা পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন বিক্ষোভরত শ্রমিকরা।

No comments:

Post a Comment