Thursday, February 4, 2021
এবার কি নৈহাটির তৃনমূল নেতা গেরুয়ার পথে? জল্পনা নিয়ে সজাগ বিজেপি কর্মীরা
বিল্টু কাশ্যপঃ জননেতা শুভেন্দু অধিকারী ও স্বচ্ছ ইমেজের রাজীব বন্দ্যোপাধ্যায় তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। শুভেন্দু-রাজীব বিজেপিতে যোগ দিয়েই শাসকদলের বিরুদ্ধে আদাজল খেয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। এঁদের লক্ষ্য একটাই, মমতাকে গদিচ্যুত করা। এবার নৈহাটি জুড়ে সর্বত্র কানাঘুষো চলছে, অর্জুন বিরোধী তৃণমূল নেতৃত্ব সদলবলে নাকি গেরুয়া শিবিরে নাম লেখাতে উদগ্রীব হয়ে উঠেছেন। সূত্র বলছে, গত ১লা ফেব্রুয়ারি বিজেপির এক নেতাকে নৈহাটি পুরসভায় দীর্ঘক্ষণ দেখা গিয়েছে। তবে তৃণমূল নেতৃত্বের সঙ্গে ওই গেরুয়া শিবিরের নেতার কি আলোচনা হয়েছে, তা অবশ্য জানা যায় নি। ওই নেতাও এই বিষয়ে এড়িয়ে গিয়েছেন। ওই লিংক ম্যান নেতার নৈহাটি পুরসভায় হানা নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। যদিও গেরুয়া শিবিরের আদি ও নব্যরা কেউই তৃণমূল নেতৃত্বকে দলে নিতে নারাজ। বৃহস্পতিবার নৈহাটি-১ মন্ডলের বনভোজন অনুষ্ঠানে বিজেপির নিচু স্তরের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেল, তৃণমূলের কোনো বড়, মেজো নেতাকে দলে নিলে ফল ভালো হবেনা। ওদের ছাড়াই লোকসভা নির্বাচনে বিজেপি নৈহাটিতে জিতেছে। ওরা দলে যোগ দিলে হয়তো বুথ আগলে রাখা কর্মীরা বসে যাবেন। নতুবা ঘাসফুলে ভিড়ে যাবেন। বিজেপির নিচুতলার কর্মীদের বক্তব্য, তৃণমূলের সাড়ে নয় বছরের সন্ত্রাস দীর্ঘ ৩৪ বছরের বাম জমানার অত্যাচারকে ছাপিয়ে গিয়েছে। মিথ্যা মামলায় কর্মীদের ফাঁসানো হয়েছে। সেই অত্যাচারীদের বিজেপিতে নিলে সাধারণ মানুষ বিষয়টি ভালো চোখে নেবে না। এখানেই শেষ নয়। সাংসদের বিরুদ্ধে বড় বড় বুলি আউরেছেন নৈহাটির তৃণমূল নেতৃত্ব। স্বভাবতই, অত্যাচারীদের মেনে নেবে না সাংসদ অনুগামীরাও। যদিও রাজনীতিতে 'নেতিবাচক' বলে কিছুই নেই। সেকেন্ডে সেকেন্ড পটভূমির পরিবর্তন ঘটে।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটীতে আসছেন শুভেন্দু অধিকারী। আর জি কর কান্ডে নাগরিক আন্দোলনের ওপর হামলার ঘটনায় তিনি একটি প্রতিবাদ মিছিলে ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
No comments:
Post a Comment