Tuesday, February 16, 2021

গরুকে নৃশংসভাবে হত্যার অভিযোগ ভাটপাড়ায়

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ একটি গরুকে নৃশংসভাবে হত্যার অভিযোগে উত্তেজনা ছড়ালো ভাটপাড়ায়। অভিযোগ উঠেছে, রবিবার বিকেলে ভাটপাড়া থানার ১২ নম্বর ওয়ার্ডের এল, ডব্লু, সি সি মাঠে একটি গরুকে মাথায় পাথর দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। ঘটনায় যুক্ত আমন আনসারি ভাটপাড়া থানার এলান্স জুটমিল লাইনের বাসিন্দা। সোমবার সকালে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়তেই বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এদিন বেলায় পুলিশ মৃত গরুটিকে ঘটনাস্থল থেকে নিয়ে যায়। খবর পেয়ে ব্যারাকপুর জেলার হিন্দু জাগরণ মঞ্চের সম্পাদক রোহিত সাউ ও ভাটপাড়া নগরের কার্যকর্তা সূর্যকান্ত পান্ডে-সহ অন্যান্য কার্যকর্তারা ছুটে যান। ঘটনাস্থলে  দাঁড়িয়ে তাঁরা দোষী যুবককে গ্রেপ্তারের দাবি জানান।
 এদিন দুপুরে  জগদ্দলের পাল ঘাট রোডের ছাইগাদার বাসিন্দা গরুর মালিক হরিন্দার সিং ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। গৃহপালিত পশুকে হত্যায় ক্ষোভ ছড়িয়েছে পাল ঘাট রোড এলাকায়।

No comments:

Post a Comment