Tuesday, February 16, 2021
রাস্তা মেরামতির দাবিতে হাই রোড অবরোধ জগদ্দলের বাসুদেবপুরে
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে মঙ্গলবার সকালে আধঘণ্টা কল্যাণী হাই রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল গ্রামবাসীরা। অভিযোগ, কাউগাছি-২ গ্রাম পঞ্চায়েতের মহাকালতলা এলাকার রাস্তা অনেক বছর ধরে বেহাল দশায় পরিণত। রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সেই বেহাল রাস্তা মেরামতির দাবিতে গ্রামবাসীরা এদিন সকাল ১০-৩০ মিনিট থেকে আধঘন্টা কল্যাণী হাই রোডের শ্যামনগর বাসুদেবপুর মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায়। জগদ্দল থানার পুলিশ এসে আশ্বাস দেন, পঞ্চায়েত কর্তৃপক্ষ গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় বসবে। এরপর ক্ষিপ্ত গ্রামবাসীরা অবরোধ তুলে নেয়। দীর্ঘক্ষণ অবরোধের জেরে ব্যস্ততম কল্যাণী হাই রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ব্যারাকপুর জেলার বিজেপির সহ-সভাপতি অরুণ ব্রহ্মের অভিযোগ, রাস্তা তৈরির টাকা আত্মসাৎ করা হয়েছে। রাস্তা তৈরি হয়নি। অথচ পঞ্চায়েতের তরফে রাস্তা তৈরির সাইনবোর্ড লাগানো হয়েছে। অরুন বাবুর আরও অভিযোগ, পঞ্চায়েত কর্তৃপক্ষকে বহুবার জানিয়েও কোনও সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা পথ অবরোধ করেছেন। গ্রামবাসী অরুন কুমার বিশ্বাস বলেন, বেহাল রাস্তার কারনে চাষবাস শিকেয় উঠেছে। মাথায় করে ফসল বাড়িতে আনতে হচ্ছে। কৃষকেরা মাঠে যেতে পারছেন না। মৎস্যজীবীরা ভেড়ির মাছ তুলতে পারছেন না। কাউগাছি-২ গ্রাম পঞ্চায়েত প্রধান অমল কুমার মন্ডল বলেন, রাস্তা তৈরির ওয়ার্ক অর্ডার বেরিয়ে গিয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটীতে আসছেন শুভেন্দু অধিকারী। আর জি কর কান্ডে নাগরিক আন্দোলনের ওপর হামলার ঘটনায় তিনি একটি প্রতিবাদ মিছিলে ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
No comments:
Post a Comment