Wednesday, February 17, 2021

হালিসহরে নিহত বিজেপি কর্মী সৈকত ভাওয়ালের বাড়িতে দিল্লীর প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ বীজপুর থানার হালিসহরে নৃশংসভাবে খুন হওয়া বিজেপি কর্মী সৈকত ভাওয়ালের বাড়িতে বুধবার বিকেলে হাজির হলেন দিল্লী থেকে আগত বিজেপির প্রতিনিধি দল। ওই দলে ছিলেন বিজেপির দিল্লীর রাজ্য কমিটির সম্পাদক কপিল মিশ্র। এদিন হাজির ছিলেন বিজেপি নেতা রূপক মিত্র। বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে কান্নায় ভেঙে পড়া নিহতের মা জোৎস্না ভাওয়াল বললেন, ছেলেকে কেউ ফিরিয়ে দিলে সবচেয়ে বেশি খুশি হতাম। ছেলে চলে গেছে মেনে নিতে পারছি না। বিজেপির দিল্লীর রাজ্য কমিটির সম্পাদক কপিল মিশ্র বলেন, পশ্চিমবাংলায়  জঙ্গলরাজের পরিস্থিতি।
রাজনৈতিক কারণে দলীয় কর্মীকে খুন করা হয়েছে। কিন্তু পুলিশ ঘটনায় জড়িত সকল  অপরাধীদের ধরছে না। উল্টে অপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে। এদিন কপিল মিশ্র মৃতের ভাইকে চাকুরীর বন্দোবস্তের আশ্বাস দিলেন। উল্লেখ্য, গত বছরের  ১২ ডিসেম্বর বাড়ির সন্নিকটে খুন হন বিজেপি কর্মী সৈকত ভাওয়াল।

No comments:

Post a Comment