Thursday, February 18, 2021

আট দফা দাবিতে বাম-কংগ্রেসের অবস্হান বিক্ষোভ নোয়াপাড়ার ইছাপুরে

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ দ্রুত পৌরসভা নির্বাচন,  গুরুত্বপূর্ণ ঘোষপাড়া রোড সংস্কার, আবর্জনা পরিষ্কার, ফেরিঘাট চালু-সহ আট দফা দাবিতে নোয়াপাড়া কেন্দ্রের ইছাপুর কণ্ঠাধার মোড়ে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভ করল বাম-কংগ্রেস নেতৃত্ব।  বিক্ষোভ শেষে তারা উত্তর ব্যারাকপুর পুর প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন। অভিযোগ, একাধিকবার উত্তর ব্যারাকপুর পুর প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া সত্ত্বেও, কোনও সুরাহা মেলেনি। অবিলম্বে তাদের দাবি না মানা হলে, বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন বাম-কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস নেতা অশোক ভট্টাচার্য ও সিপিআইএম নেতা সুরঞ্জিত দেব দাবি করলেন, ঘোষপাড়া রোড অবিলম্বে সাফাই করতে হবে। দ্রুত পুর নির্বাচন করতে হবে। বন্ধ ফেরিঘাট চালু সহ নিয়মিত জঞ্জাল সাফাই করতে হবে। বেহাল স্বাস্থ্য কেন্দ্রে গুলোর দ্রুত হাল ফেরাতে হবে।

No comments:

Post a Comment