Thursday, February 18, 2021

বাংলায় মন্ত্রীরা নিজেরাই সুরক্ষিত নন দাবি অর্জুন সিংয়ের

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ বাংলার মন্ত্রীরা  নিজেরাই সুরক্ষিত নন। বৃহস্পতিবার এমনই দাবি করলেন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতায় রেল স্টেশনে মন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে এদিন আমডাঙ্গায় সাংসদ অর্জুন সিং বললেন, মন্ত্রীর ওপর হামলার ঘটনা ঘটছে। তাহলে সাধারণ মানুষেরা কিভাবে নিরাপত্তা পাবেন। এদিন বেলায় এক মুষ্টি চাল সংগ্রহ করে সহ-ভোজ অনুষ্ঠানে আমডাঙ্গা মন্ডল-২ এর বেড়াবেরিয়া খড়ের মাঠ গ্রাম এলাকায় হাজির ছিলেন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, মোদীজীর নেতৃত্বে দেশ  এগিয়ে চলেছে। আগামীদিনে আরও এগিয়ে যাবে। মোদীজীর নেতৃত্বে সোনার বাংলা তৈরি হবে। সহ-ভোজ অনুষ্ঠানে এত মানুষের সমাগম দেখে সাংসদের দাবি, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে আমডাঙ্গা কেন্দ্র থেকে তৃণমূল বিদায় নেবে। 
এদিন তার পূর্বাভাস চোখে পড়ল।  অন্যদিকে আমডাঙ্গা মন্ডল-২ সভাপতি দীপক বিশ্বাস বলেন, বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে এক মুষ্টি চাল সংগ্রহ করা হয়েছিল। এদিন গ্রামবাসীদের নিয়ে সহ-ভোজের আয়োজন করা হয়। গ্রামবাসীদের অংশগ্রহণ জানান দিচ্ছে এবারে আমডাঙ্গায় তৃণমূলের পরাজয় নিশ্চিত।

No comments:

Post a Comment