Thursday, February 18, 2021
বাংলায় মন্ত্রীরা নিজেরাই সুরক্ষিত নন দাবি অর্জুন সিংয়ের
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ বাংলার মন্ত্রীরা নিজেরাই সুরক্ষিত নন। বৃহস্পতিবার এমনই দাবি করলেন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতায় রেল স্টেশনে মন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে এদিন আমডাঙ্গায় সাংসদ অর্জুন সিং বললেন, মন্ত্রীর ওপর হামলার ঘটনা ঘটছে। তাহলে সাধারণ মানুষেরা কিভাবে নিরাপত্তা পাবেন। এদিন বেলায় এক মুষ্টি চাল সংগ্রহ করে সহ-ভোজ অনুষ্ঠানে আমডাঙ্গা মন্ডল-২ এর বেড়াবেরিয়া খড়ের মাঠ গ্রাম এলাকায় হাজির ছিলেন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, মোদীজীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। আগামীদিনে আরও এগিয়ে যাবে। মোদীজীর নেতৃত্বে সোনার বাংলা তৈরি হবে। সহ-ভোজ অনুষ্ঠানে এত মানুষের সমাগম দেখে সাংসদের দাবি, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে আমডাঙ্গা কেন্দ্র থেকে তৃণমূল বিদায় নেবে।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
-
নিজস্ব প্রতিনিধিঃ কিছুদিন যাবৎ ব্যারাকপুরের আকাশে রাজনীতির কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। গর্জন-তর্জন কখনো ঝিরি ঝিরি কখনো আবার এক পশল...
No comments:
Post a Comment