Saturday, February 20, 2021

আগ্নেয়াস্ত্র-গুলি সহ দুই দুষ্কৃতী পুলিশের জালে জগদ্দলে

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ  পুলিশ কমিশনার হিসেবে অজয় নন্দা যোগ দেবার পর বড়সড় সাফল্য পেল জগদ্দল থানা। গোপন সূত্রে খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ শ্যামনগর এলাকায় হানা দিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও  বেশ কিছু গুলি-সহ দুজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে জগদ্দল থানার আধিকারিক দেবশ্রী সিনহার নেতৃত্ত্বে সাদা পোশাকের পুলিশ হানা দিয়ে শ্যামনগর অঞ্চলের একটি গোপন আস্তানা থেকে বিশ্বজিৎ রায় ও কিশোর বিশ্বাসকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বিরুদ্ধে পুরানো কোনও মামলা আছে কিনা, নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ খতিয়ে দেখছে। উল্লেখ্য, নতুন পুলিশ কমিশনার  অজয় নন্দা আসার পর থানাগুলিতে সারপ্রাইজ ভিজিট চলছে। 
নিজে সাইকেল করে সাধারন মানুষের মতো থানায় চলে আসছেন। পুলিশ কমিশনার চাইছেন অপরাধ দমনে থানাগুলোকে অতিমাত্রায় সক্রিয় রাখতে।

No comments:

Post a Comment