Saturday, February 20, 2021

উত্তর দমদমে পুলিশের সামনেই চা চক্রে বিজেপি কর্মীকে মারধর দুষ্কৃতীদের

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ পুলিশের উপস্থিতিতে বিজেপির  চা-চক্র অনুষ্ঠানে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে। শনিবার সকালে নিমতা থানা এলাকার উত্তর দমদম পুরসভার ৩ নম্বর মন্ডলের অন্তর্গত ছোট ফিঁঙে এলাকার ঘটনা। জানা গিয়েছে, ওই মন্ডলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক সাহেব আলি মন্ডল চা চক্রের আয়োজন করেছিলেন। অভিযোগ,  চা-চক্র অনুষ্ঠান চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সুরজ আলি, আলমগীর আলি, লাল্টু, ফিরোজ সেখানে হানা দেয়। পুলিশের সামনেই সাহেব আলি মন্ডলকে টেনে এনে রাস্তায় ফেলে বেধড়ক পেটায়। তাকে সংকটজনক অবস্থায় পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন বেলায় আহত দলীয় কর্মী সাহেবকে দেখতে হাসপাতালে যান সাংসদ অর্জুন সিং। হাসপাতালে দাঁড়িয়ে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, কিছু পুলিশ আর কিছু গুন্ডা মিলে দলীয় কর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছে। এবার এর প্রতিক্রিয়া দেবার জন্য তারা প্রস্তুত আছেন। যদিও এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলেন, বিজেপি রাস্তার ওপর দাঁড়িয়ে চায়ে পে-চর্চা থেকে হিংসা এবং ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে।
 সেটা পথ চলতি সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না। তাই এদিন তারা বিরক্ত হয়েই হয়তো এই ঘটনা ঘটিয়েছে। তবে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ  নেই।

No comments:

Post a Comment