Sunday, February 28, 2021

বাংলায় হিংসা ও দাঙ্গার রাজনীতি চলছে তোপ মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ বাংলায় হিংসা ও দাঙ্গার রাজনীতি চলছে। রবিবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এদিন তিনি বললেন, দক্ষিণেশ্বর মন্দিরে এসে মা-কে দর্শন করে আমি ধন্য হয়েছি। তাঁর অভিযোগ, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মার খাচ্ছে। বাড়িঘর ভাঙচুর করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ১৩০ জন কার্যকর্তাকে হত্যা করা হয়েছে। তবে এঁদের  বলিদান ব্যর্থ হবে না। শিবরাজের সংযোজন, এখন তৃণমূল মানে তোড়ো-মারো-কাটো। তিনি বললেন, এই পবিত্র মাটিতে রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ জন্মেছেন। আর এখানেই জয় শ্রীরাম ধ্বনি দিলেই দিদিমণি ক্ষেপে লাল হয়ে যাচ্ছেন। দিদিমণি বাংলাকে পুরো বরবাদ করে ছেড়েছেন। কাটমানির যে খেলা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, তা নিন্দার।
 এখানে তুষ্টিকরনের রাজনীতি চলছে। সরস্বতী পুজোয় বিরোধ করা হচ্ছে। তিনি দাবি করেন, ওরা যতই মারপিট করুক, বাংলায় পরিবর্তন হবেই। তিনি বলেন, জয় মা কালী কলকাত্তাওয়ালী, তেরা বচন না জায়ে খালি।

No comments:

Post a Comment