Saturday, February 27, 2021

ভোরে ঘরে ঢুকে বিজেপি কর্মী ও তার বৃদ্ধা মা'কে মারধর করল তৃনমূলের দুষ্কৃতীরা নিমতায়

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ শনিবার ভোর রাতে বিজেপি কর্মী এবং তার বৃদ্ধা মা-কে মারধোর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থল নিমতা থানার উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ড।  অভিযোগ উঠেছে, এদিন ভোর রাতে একদল দুষ্কৃতী চড়াও হয়  বিজেপি কর্মী গোপাল মজুমদারের বাড়িতে। দরজা ভেঙে তিন দুষ্কৃতী ঘরের ভেতর ঢুকে ঘুম থেকে তুলে গোপালকে পেটায়। ওরা মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করে। মার খেয়ে নিচে পড়ে গেলে এলোপাথাড়ি লাথি মারা হয়।  আক্রান্ত বিজেপি কর্মীর অভিযোগ, তার অসুস্থ বৃদ্ধা মা-কে ওরা মারধোর করেছে। এদিন সকালে তিনি নিমতা থানায় অভিযোগ দায়ের করেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
 তৃনমূলের দাবি, ওদের গোষ্ঠী কাজিয়ায় এই ঘটনা ঘটেছে। ওরা তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে।

No comments:

Post a Comment