Friday, February 26, 2021
ক্রীড়া প্রশিক্ষকের স্মরণে প্রতিযোগিতা কাঁচরাপাড়ায়
কিশোর দাসঃ কাঁচরাপাড়ার কৃতী অ্যাথলিটদের দুদিন ব্যাপী ক্রীড়া ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ক্লাবের শিক্ষণ শিবিরে। প্রয়াত খ্যাতনামা অ্যাথলিট প্রশিক্ষক দেবব্রত (দেবু) চ্যাটার্জির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন। ২২ শে ফেব্রুয়ারি ছোটদের স্বল্প দূরত্বের দৌড় এবং পুরুষ ও মহিলাদের শটপুট খেলা হয়। ২৩ শে ফেব্রুয়ারি সারাদিন ব্যাপী চলে ৮টি দলের ভলিবল প্রতিযোগিতা। খেলায় বিজয়ী হয় কাঁচরাপাড়ার ভূত বাগান অ্যাথলেটিক ক্লাব ও রানার্স চুঁচুড়ার অগ্রদূত সংঘ। জানা গেছে, এই প্রতিযোগিতার পুরস্কার প্রদানের সহযোগিতার হাত বাড়িয়ে দেন দেবু চ্যাটার্জির পরিবারের সদস্যরা। এছাড়া বাকি পুরস্কার প্রদানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ক্লাব কর্তা শম্পা দাস, আরোজ মন্ডল প্রমুখরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীজপুর থানার আইসি ত্রিগুণা রায়।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটীতে আসছেন শুভেন্দু অধিকারী। আর জি কর কান্ডে নাগরিক আন্দোলনের ওপর হামলার ঘটনায় তিনি একটি প্রতিবাদ মিছিলে ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
No comments:
Post a Comment