Friday, February 26, 2021

ক্রীড়া প্রশিক্ষকের স্মরণে প্রতিযোগিতা কাঁচরাপাড়ায়

কিশোর দাসঃ কাঁচরাপাড়ার কৃতী অ্যাথলিটদের দুদিন ব্যাপী ক্রীড়া ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ক্লাবের শিক্ষণ শিবিরে।  প্রয়াত খ্যাতনামা অ্যাথলিট প্রশিক্ষক দেবব্রত (দেবু) চ্যাটার্জির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন। ২২ শে ফেব্রুয়ারি ছোটদের স্বল্প দূরত্বের দৌড় এবং পুরুষ ও মহিলাদের শটপুট খেলা হয়। ২৩ শে ফেব্রুয়ারি সারাদিন ব্যাপী চলে ৮টি দলের ভলিবল প্রতিযোগিতা। খেলায়  বিজয়ী হয় কাঁচরাপাড়ার ভূত বাগান অ্যাথলেটিক ক্লাব ও রানার্স চুঁচুড়ার অগ্রদূত সংঘ। জানা গেছে, এই প্রতিযোগিতার পুরস্কার প্রদানের সহযোগিতার হাত বাড়িয়ে দেন দেবু চ্যাটার্জির পরিবারের সদস্যরা। এছাড়া বাকি পুরস্কার প্রদানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ক্লাব কর্তা শম্পা দাস, আরোজ মন্ডল প্রমুখরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীজপুর থানার আইসি ত্রিগুণা রায়। 
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ ক্রীড়া ব্যক্তিত্ব সতীন্দ্র চন্দ্র চক্রবর্তী জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় সঞ্জয় ঘোষ, প্রয়াত প্রশিক্ষকের ভ্রাতা দেব কুমার চ্যাটার্জী, ও আইসিসির সভাপতি ও সম্পাদক সঞ্জয় ভারতী, সুবীর রাজ, আম্বেদকর বিদ্যালয়ের কর্ণধর রাজু প্রসাদ।

No comments:

Post a Comment