Thursday, February 25, 2021

বাংলায় তোলাবাজি, সিন্ডিকেট, চালচোর, ত্রিপল চোরদের টিকাকরণের দাওয়াই দিলেন জে পি নাড্ডা

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ শুধু করোনা টিকাকরন নয়, এবার বাংলায় চাল চোর, কাটমানি ও তোলাবাজি টিকাও লাগবে।  বৃহস্পতিবার বিকেলে ব্যারাকপুর আনন্দপুরী খেলার মাঠে এভাবেই মমতার সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। গতকাল হুগলির ডানলপের সভায় মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলার জনতাকে বিনা মূল্যে করোনা টিকা দেওয়া হবে। এদিন টিকাকরন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, আয়ুষ্মান, কিষান সম্মান নিধি প্রকল্পের টিকা লাগবে। তাছাড়া চাল চোর, কাটমানি, তোলাবাজির বিরুদ্ধে যে টিকা লাগবে, তা আমরা তৈরি করবো। এই টিকা লাগবে মে মাসে। এদিন মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে নাড্ডা বলেন, মমতাদিকে বিশ্রামে পাঠাতে হবে। আর বিজেপিকে কাজ দিতে হবে। বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে আয়ুষ্মান ভারত ও কিষান সন্মান  নিধি প্রকল্প চালু হবে। তাঁর অভিযোগ, বাংলায় মা-বোনেরা সুরক্ষিত নন। ধর্ষণের ঘটনায় শীর্ষে এই বাংলা। হিংসার ঘটনায় সর্বাগ্রে বাংলা। ব্যারাকপুরে মনীশ শুক্লাকে হত্যা করা হয়েছে। তৃণমূল গুন্ডারা তাকে খুন করে মেরে স্ত্রীর সিঁদুর মুছে দিয়েছে।
এদিনের সভায় হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জননেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, সাংসদ অর্জুন সিং, পরিবর্তন যাত্রার নবদ্বীপ জোনের প্রমুখ কল্যাণ চৌবে, রাহুল সিনহা, রিতেশ তেওয়ারী, বিধায়ক যথাক্রমে পবন কুমার সিং, শীলভদ্র দত্ত, সুনীল সিং ও শুভ্রাংশু রায় সহ ব্যারাকপুর জেলার সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য।

No comments:

Post a Comment