Wednesday, February 24, 2021

শ্যামনগরে আক্রান্ত প্রাক্তন কাউন্সিলর সহ তিন বিজেপি কর্মী, দুষ্কৃতীদের বোমাবাজি

নিজস্ব প্রতিনিধিঃ পরিবর্তন যাত্রা উপলক্ষ্যে বুধবার রাত ন'টা নাগাদ শ্যামনগর পাওয়ার হাউজ মোড়ে দলীয় ঝান্ডা লাগাচ্ছিলেন বিজেপি কর্মীরা।  অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আচমকা তাদের ওপর হামলা চালায়। দুষ্কৃতী হামলায় জখম হয়েছেন রাম অবতার প্রসাদ, অজয় ভগত ও গনেশ। প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা রাম অবতার প্রসাদের আঘাত গুরুতর। তাঁর মাথা ফেটে গিয়েছে। অভিযোগ, হামলা চালানোর পর দুষ্কৃতীরা ব্যাপক বোমাবাজি করে পাওয়ার হাউজ মোড়ে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

No comments:

Post a Comment