২০২১ সালে তিনি নবান্ন থেকে বিদায় নেবেন। এদিনের যোগদান মেলায় হাজির ছিলেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি মুকুল রায়, জননেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এদিন মিছিল করে লেবুতলা পার্কে যাবার সময় সাংসদ অর্জুন সিংয়ের কনভয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
Wednesday, February 24, 2021
কলকাতায় অর্জুন, শুভেন্দু, রাজীবের মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ যাওয়ার আগে দিদিমণি বাংলায় জরুরি অবস্থা সৃষ্টি করতে চাইছেন। বুধবার কলকাতার লেবুতলা পার্কে যোগদান মেলায় হাজির হয়ে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তাঁর কথায়, দিদিমণি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন। উনি এখন রাজনৈতিক লড়াই ছেড়ে ব্যক্তিগত লড়াইতে নেমেছেন। এদিন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কিছু পুলিশ যা করছেন, আগামীদিনে তার ফল খারাপ হবে। ওদের জন্য নিউটনের তৃতীয় সূত্র লাগু হবে। তৃণমূল দলটাকে বিঁধে সাংসদ অর্জুন সিং বলেন, তৃণমূলের মরা গরুগুলোকে দিদিমণি অক্সিজেন দিতে চাইছেন। কিন্তু ওরা আর অক্সিজেন নিতে পারছে না। ৭৫ বছরের এক জোকারকে উনি ঝুলি থেকে বের করেছেন। বলছেন খেলা হবে। দিদিমণির খেলা শেষ হয়ে গিয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটীতে আসছেন শুভেন্দু অধিকারী। আর জি কর কান্ডে নাগরিক আন্দোলনের ওপর হামলার ঘটনায় তিনি একটি প্রতিবাদ মিছিলে ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
No comments:
Post a Comment