শিউলি পঞ্চায়েত এলাকা প্রদক্ষিণ করে পরিবর্তন যাত্রা আসে কল্যানী এক্সপ্রেসওয়ের ওয়ারলেস মোড়। সেখান থেকে মোহনপুর কুন্ডু বাড়ি মোড়, কয়রাপুর পেরিয়ে বাসুদেবপুর মোড়। সেখানে পরিবর্তন যাত্রাকে পুষ্প বৃষ্টি করে স্বাগত জানান ব্যারাকপুর জেলা কমিটির সহ-সভাপতি অরুণ ব্রহ্মের নেতৃত্বে দলীয় কর্মীরা। এখানে মঞ্চে বক্তব্য রাখেন সাংসদ অর্জুন সিং। এরপর পরিবর্তন যাত্রা কল্যানী এক্সপ্রেসওয়ে ধরে ভাটপাড়ার পানপুর মোড়, নৈহাটির সাহেব কলোনী মোড় পেরিয়ে এগোয় কাঁচরাপাড়া কাঁপা মোড়ের দিকে।
তার আগে থেকেই পুলিশ কাঁচরাপাড়া ঢোকার মুখে ব্যারিকেড করে রাখে। এরপরই উত্তেজনা বাড়তে থাকে। ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপি পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গী। রয়েছেন বিধায়ক শুভ্রারাংশু রায়, ব্যারাকপুর জেলার সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য, কল্যাণ চৌবে সহ জেলা নেতৃত্ব। তাাঁরা পরিবর্তন যাত্রার ট্যাবেলো ছাড়াই হেঁটে বাগমোড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
No comments:
Post a Comment