Monday, February 22, 2021
পছন্দের লোক নিয়ে টিম তৈরি করা চলবে না হুঁশিয়ারি অর্জুন সিংয়ের
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ নিজেদের পছন্দের লোকজন নিয়ে 'টিম' তৈরি করা চলবে না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সোমবার ব্যারকপুরে আগামী ২৫ ফেব্রুয়ারি জনসভার প্রস্তুতি বৈঠকে এমনই হুঁশিয়ারি দিলেন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, আগামী ২৫ ফেব্রুয়ারি ব্যারাকপুর আনন্দপুরী মাঠে জনসভা হতে চলেছে। সেই সভার প্রধান বক্তা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী, সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুর জেলার সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিন বিধায়ক যথাক্রমে সুনীল সিং, পবন কুমার সিং ও শীলভদ্র দত্ত, সহ-সভাপতি অরুন ব্রহ্ম ও বিজয় মুখার্জি, সম্পাদক গৌতম বোস, নবদ্বীপ কো-কনভেনার অভিজিৎ দাস, কল সেন্টার প্রমুখ সমীর দত্ত, যুব নেতা তথা ভাটপাড়ার প্রাক্তন পুরপ্রধান সৌরভ সিং, আদিত্য সিং-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
-
নিজস্ব প্রতিনিধিঃ কিছুদিন যাবৎ ব্যারাকপুরের আকাশে রাজনীতির কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। গর্জন-তর্জন কখনো ঝিরি ঝিরি কখনো আবার এক পশল...
No comments:
Post a Comment