Monday, February 22, 2021

আসানসোলে পরিবর্তন যাত্রায় জনতার ঢল, বাবুলের সঙ্গে শুভেন্দু, অর্জুন, অগ্নিমিত্রা

নিজস্ব প্রতিনিধিঃ পরিবর্তন যাত্রায় রবিবার আসানসোলে জনতার ভিড় উপচে পড়ল। জনতার ঢল জানান দিল, বাংলায় পরিবর্তনের পরিবর্তন নিশ্চিত। আসানসোলে পরিবর্তন যাত্রায় হাজির ছিলেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, জননেতা শুভেন্দু অধিকারী, সাংসদ অর্জুন সিং ও রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। পরিবর্তন যাত্রায় সামিল হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বললেন, পিসি-ভাইপোর সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইয়ের দুই সৈনিক হলেন শুভেন্দু অধিকারী ও অর্জুন সিং। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, সরকারি অর্থ খরচ করে দিদিমনি ছয়বার বিজনেস সামিট করেছেন। কিন্তু বাংলায় একজনও শিল্পপতি বিনিয়োগ করলেন না। সকলেই মুখ ফিরিয়ে নিলেন। জননেতা শুভেন্দু অধিকারী বলেন, এদিন কয়লার রাজধানীতে পরিবর্তন যাত্রায় এসেছি। আর এই দিনেই কয়লা চোরের বাড়িতে সিবিআই হানা দিয়েছে। শুভেন্দুর দাবি, শুধু নোটিশ দিলেই হবে না। কয়লা কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শুভেন্দুর সংযোজন, ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ম্যাডাম নারুলার একাউন্ডে প্রতিদিন কত টাকা জমা পড়েছে, তা বাংলার মানুষ জানতে চায়। জনতার ঢল দেখে আপ্লুত গেরুয়া শিবিরের লড়াকু সৈনিক অর্জুন সিং কখনও বাংলায়, কখনও ভোজপুরী আবার কখনও হিন্দিতে বক্তব্য রাখলেন। সাংসদের আগাগোড়া 
আক্রমণাত্মক বক্তব্যে বেজায় খুশি হলেন আসানসোলের জনতা। এদিন সাংসদ অর্জুন সিং জোরের সঙ্গে দাবি করলেন, ২০১৯ সালে তো খেলা হয়ে গেছে। বিজেপি ১৮টি আসন ছিনিয়ে নিয়েছে। ২০২১ সালে খেলার জেতার প্রাইজ নেবার প্রতীক্ষায় বিজেপি। তার দাবি, নন্দীগ্রামে দিদিমণির জমানত জব্দ হবে।

No comments:

Post a Comment