Sunday, February 28, 2021

বীজপুরে তৃণমূলের প্রার্থী নিয়ে কোন্দল চরমে, সেলিব্রিটি হবার সম্ভাবনা প্রবল

বিল্টু কাশ্যপঃ ভোটের দামামা বেজে গিয়েছে। গেরুয়া, ঘাসফুল, বাম-কংগ্রেস জোট  ময়দানে নেমে পড়েছে। তবে বীজপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নিয়ে কাজিয়া তুঙ্গে। অত্যন্ত সুকৌশলে চলছে একে অপরকে ল্যাঙ মারার খেলা। সূত্র বলছে, এই কেন্দ্রে স্থানীয় স্তরে যিনিই প্রার্থী হবেন তার পাল্টা শিবিরের লোকজনের মধ্যে দলছাড়ার সম্ভবনা ততই প্রবল। সূত্র বলছে, বীজপুরের এক তৃণমূল নেতা ( বিজেপি ছেড়ে আসা) প্রার্থী হবার জোরদার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু তার বিরোধী গোষ্ঠীর লোকজন তা মানতে নারাজ। নির্ভরযোগ্য সূত্র বলছে, গেরুয়া ছেড়ে ঘাসফুলে আসা ওই নেতাকে আটকাতে এই কেন্দ্রের 'মহিলা গোষ্ঠী' কালিঘাটের দ্বারস্থ হয়েছেন। কাঁচড়াপাড়ার বাসিন্দা এক ছাত্র নেতাকে প্রার্থী করতে ওই মহিলা গোষ্ঠী শীর্ষ নেতৃত্বের কাছে দরবার করছেন। এই মহিলা গোষ্ঠী ছাড়াও বাগমোড় অঞ্চলের এক নেতা, কাঠগোলা এলাকার এক নেতা এবং এক যুব নেতা শিবির প্রার্থীপদ আটকাতে মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সমস্ত বিরোধী গোষ্ঠী ঘনিষ্ঠ মহলে বলেছেন, ওই নেতার রাজনৈতিক স্টাইল তাদের অপছন্দ। রাজ্য পরিবর্তন ঘটলে ওই নেতা পালিয়ে যাবেন। কিন্তু তারা কি করবেন, তা নিয়ে উদ্বিগ্ন। বিশেষ সূত্র বলছে, গোষ্ঠী কোন্দল ঠেকাতে শীর্ষ নেতৃত্ব টলিউডের কাউকে প্রার্থী করতে চাইছেন। সেই তালিকায় নাম উঠে এসেছে রাজ চক্রবর্তীর। আর ওই নেতাকে জগদ্দল কেন্দ্রে প্রার্থী হবার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও ওই কেন্দ্রে প্রার্থী হতে তিনি নারাজ। তবে যাইহোক, প্রার্থীর একাধিক নাম নিয়ে বীজপুরের আকাশে-বাতাসে জোর চর্চা চলছে। স্বভাবতই, নেত্রীর ঘোষণার দিকে তাকিয়ে উভয় শিবির।

No comments:

Post a Comment