Monday, March 1, 2021

পুকুরে মিলল নিখোঁজ যুবকের মৃতদেহ শ্যামনগরে

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ যুবকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে সোমবার চাঞ্চল্য ছড়ালো জগদ্দল থানার শ্যামনগর গুড়দহ নতুন পল্লীতে। মৃত যুবকের নাম শিবম রায় (২৬)। শুক্রবার রাত থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন। এদিন বিকেলে শিবমকে পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা। জগদ্দল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতের দাদা তমাল রায় জানান, খেতে বসে প্রতিদিন ভাত ফেলতো শিবম। শুক্রবার দুপুরে খাওয়ার সময় ও একই কাজ করেছিল। তাই ওর মা-দাদা একটু বকাবকি করেছিল। ওইদিন রাত সাড়ে ন'টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফেরেনি। গত ২৮ ফেব্রুয়ারি জগদ্দল থানায় নিখোঁজের ডায়েরি করা হয়েছিল।
 তবে কিভাবে ওর মৃতদেহ পুকুরে এল, তা নিয়ে ধন্দে মৃতের পরিবার। পুরো বিষয়টি খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ।

No comments:

Post a Comment