Monday, March 1, 2021
পুকুরে মিলল নিখোঁজ যুবকের মৃতদেহ শ্যামনগরে
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ যুবকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে সোমবার চাঞ্চল্য ছড়ালো জগদ্দল থানার শ্যামনগর গুড়দহ নতুন পল্লীতে। মৃত যুবকের নাম শিবম রায় (২৬)। শুক্রবার রাত থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন। এদিন বিকেলে শিবমকে পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা। জগদ্দল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতের দাদা তমাল রায় জানান, খেতে বসে প্রতিদিন ভাত ফেলতো শিবম। শুক্রবার দুপুরে খাওয়ার সময় ও একই কাজ করেছিল। তাই ওর মা-দাদা একটু বকাবকি করেছিল। ওইদিন রাত সাড়ে ন'টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফেরেনি। গত ২৮ ফেব্রুয়ারি জগদ্দল থানায় নিখোঁজের ডায়েরি করা হয়েছিল।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
-
চিত্ত ওঝাঃ ভোট আসলে এখন বামেদেরকে নৈহাটিতে কেউ গালাগাল দেয়না। কেননা বাম সংস্কৃতি গত দশ বছরে তলানিতে। পথ নাটক, সাংস্কৃতিক সমন্...
No comments:
Post a Comment