এ থেকেই ধন্দ তৈরি হয় এটা কি বিজেপির কোনো শাখা সংগঠন। কিন্তু বিজেপি জল্পনায় জল ঢেলে দিয়েছে। পরিষ্কার করে জানিয়ে দিয়েছে এই ধরনের পতাকা তাদের কোনো শাখা সংগঠনে নেই। কে বা কারা ভুয়ো পতাকা টাঙিয়ে নৈহাটিতে বিভ্রান্তি ছড়াতে চাইছে। সূত্রের খবর, এর পিছনে বিজেপির স্হানীয় স্তরে পদ না পাওয়া কয়েকজন রয়েছে। তারা মিশে আছে দুই ফুলে। খোঁজ নিয়ে জানা গেল, ভারতীয় জন সংঘের পতাকা গোটাটাই গেরুয়া। তার মধ্যে প্রদীপের ছবিও রয়েছে। এখানেই নেপথ্যের কারিগররা ভুল করে বসল। কেননা, 'বিজেএস' অর্থাৎ ভারতীয় জন সংঘ পতাকায় সবুজ-সাদা বর্ডার ও নাম ব্যবহার করে না।
Tuesday, March 2, 2021
বিজেএস পতাকা ঝুলিয়ে বিজেপিতে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা নৈহাটিতে
নিজস্ব প্রতিনিধিঃ ভোট আসলে কত ধরনের দল আসে। সেই সঙ্গে চলে গোপন ষড়যন্ত্র। বোঝাপড়ার রসদে মেতে ওঠে এক শ্রেনীর কারবারিরা। আর এসব ঘিরে যে অর্থের হাতছানি কাজ করে সেকথা নতুন করে আমজনতার বুঝতে অসুবিধা হয় না। এরকমই 'বিজেএস' নামে পতাকা নৈহাটির পূর্ব পাড়ে বিজয়নগর এলাকায় ঝুলিয়ে দেওয়া হয়েছে। গেরুয়া অংশে প্রদীপ চিহ্ন। পাশে সাদা-সবুজ বর্ডার। সাদার মধ্যে সংগঠনের নাম। একটি পতাকা আবার ৮ নম্বর বিজয়নগরে বিজেপির দলীয় কার্যালয়ের পাশেই টাঙিয়ে দেওয়া হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটীতে আসছেন শুভেন্দু অধিকারী। আর জি কর কান্ডে নাগরিক আন্দোলনের ওপর হামলার ঘটনায় তিনি একটি প্রতিবাদ মিছিলে ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...
No comments:
Post a Comment