Saturday, January 30, 2021
রাজ্যে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে আশ্বাস রাজ্যপালের
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ বাংলায় বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে। শনিবার এমনটাই দাবি করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন মহাত্মা গান্ধীর প্রয়ান দিবস উপলক্ষ্যে ব্যারাকপুর গান্ধীঘাটে আসেন সস্ত্রীক রাজ্যপাল। এদিন সস্ত্রীক রাজ্যপাল প্রথমে সর্বধর্ম প্রার্থনা সভায় যোগ দেন। তারপর তাঁরা গান্ধী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত প্রমুখ।
Friday, January 29, 2021
শেষ জীবন বিজেপিতেই কাটাতে হবে সৌগত রায়কে, মন্তব্য দিলীপ ঘোষের
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ দমদম কেন্দ্রের তৃনমূল সাংসদ সৌগত রায় বারংবার বলছেন, মরে গেলেও বিজেপিতে যাব না। শুক্রবার সকালে খড়দা দক্ষিণ মন্ডল-২ উদ্যোগে আয়োজিত চায়ে পে চর্চায় এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ওনাকে জ্যান্ত অবস্থায় বিজেপিতে আসতে হবে। শেষজীবন ওনাকে বিজেপিতেই কাটাতে হবে। বাম-ঘাসফুল জমানার তীব্র সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, বাম আমলে ভোট লুঠ হত। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারত না। ঘাসফুল জমানায় সেই একই অবস্থা। এখানে বিচিত্র গণতন্ত্র।
পুরসভা ভোট, পঞ্চায়েত ভোট করাচ্ছে না রাজ্য সরকার। তাঁর অভিযোগ, মাওবাদী, কে এল ও জঙ্গীদের ব্যবহার করে দিদিমণি ২০১১ সালে বাংলায় জিতেছেন। এবারও ওদেরকে কাজে লাগাতে চাইছেন দিদিমণি। ওদেরকে পুরস্কার স্বরূপ চাকুরী দেবার জন্য তালিকা তৈরি করা হচ্ছে। রাজ্যের শিল্পায়ন প্রসঙ্গে তিনি বলেন, একটা সময় ভিন রাজ্য থেকে বাংলায় কাজের খোঁজে শ্রমিকরা আসতেন। এখন উলট পুরাণ। বাংলার শ্রমিকরা কাজের জন্য ভিন রাজ্যে যাচ্ছেন। বাম-ঘাসফুল জমানায় বাংলায় শিল্পায়নের বেহাল চিত্র। তাই বাংলায় পরিবর্তনের পরিবর্তন দরকার। মানুষ চাইছেন অত্যাচার থেকে মুক্তি লাভ। তাঁর দাবি, আগামী ৩১ জানুয়ারি বড় ধরনের চমক থাকবে। যোগদানের তালিকা বেশ লম্বা-চওড়া।
বিজেপি বিধানসভায় তৃনমূল বি-গ্রেড, কামারহাটিতে কটাক্ষ শোভনের
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ ওরা বি-গ্রেডে থাকবে, বিজেপি বিধানসভায় থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যেতে রোড শো-তে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এদিন বরানগর টবিন রোড থেকে বিটি রোড ধরে কামারহাটির রথতলা মোড় পর্যন্ত হয় এই রোড শো। কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় ছাড়াও কলকাতা জেলার সহ-সংযোজক বৈশাখী বন্দ্যোপাধ্যায়, বিজেপির রাজ্য সহ-সভাপতি তথা সাংসদ অর্জুন সিং ও কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি কিশোর কর-সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় বলেন, মমতার পদত্যাগ এখন শুধু সময়ের অপেক্ষা। বাম-কংগ্রেস জোটকে আক্রমণ করে তিনি বলেন, বাম-কংগ্রেসের অস্তিত্ব বাংলায় এখন বিলীন। বাংলার মানুষ ওদের নিয়ে ভাবেন না। এদিনের মহামিছিলে যোগ দিয়ে সাংসদ অর্জুন সিং বলেন, বাংলায় গণতন্ত্রের টুঁটি টিপে হত্যা করা হচ্ছে। গুন্ডা-মস্তান আর কিছু পুলিশ নিয়ে মমতার সরকার চলছে। কয়েকদিন বাদে তাসের ঘরের মতো তৃনমূল দলটা ভেঙে যাবে। বিজেপির মহিলা নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন, আপনি নবান্ন থেকে বিদায় নিন। আমরা পরিত্রাণ চাই।
Wednesday, January 27, 2021
রাম মন্দির নির্মাণে বিধায়ক পবনের পর প্রাক্তন পুরপ্রধান সৌরভের অনুদান
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য কয়েকদিন আগে ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং রবিবার এক লক্ষ এক হাজার একশো এগারো টাকা অনুদান দিয়েছিলেন। এবার এগিয়ে এলেন ভাটপাড়ার প্রাক্তন পুরপ্রধান সৌরভ সিং। বুধবার তিনি রামমন্দির নির্মাণে ৫১ হাজার টাকার চেক দিলেন। বিজেপির ব্যারাকপুর জেলা কমিটির সদস্য তথা ভাটপাড়ার প্রাক্তন পুরপ্রধান সৌরভ সিং বলেন, সাধারন নাগরিক হিসাবে ভারতীয় ঐতিহ্যের প্রতীক রাম মন্দির নির্মানে সকলকে এগিয়ে আসা দরকার। নিজেদের সামর্থ্য অনুযায়ী রামমন্দির নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।
Tuesday, January 26, 2021
মানুষের ওপর বিশ্বাস নেই বলেই কলকাতা কর্পোরেশনে ভোট করালেন না, কটাক্ষ অর্জুনের
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ মানুষের ওপর আপনার বিশ্বাস নেই। তাই কলকাতা কার্পোরেশন ভোট করাতে পারলেন না। মঙ্গলবার সন্ধ্যেতে কলকাতার পটুয়াটোলা লেনে জোড়াসাকো কেন্দ্রে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রীকে এভাবেই বিঁধলেন রাজ্য বিজেপির সহ সভাপতি সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বললেন, আপনি যদি এতই উন্নয়ন করে থাকেন, তাহলে ভোট করাতে এতো কিসের ভয়। কিছু গুন্ডা, মস্তান আর পুলিশ দিয়ে বাংলায় ক্ষমতায় আছেন। কিন্তু এবার আপনার বিদায়ের পালা। পুলিশ-গুন্ডা কেউই আপনাকে বাঁচাতে পারবে না।
বাংলায় পদ্মফুল ফুটবেই। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, তিন মাস পুরো লকডাউনে রাজাবাজার, মেটিয়াব্রুজে গিয়ে কেন ক্ষমা চাইলেন। কি এমন কাজ করলেন ওখানে ক্ষমা চাইতে হল। অথচ আপনি বড়বাজার, এন্টালি, কাশীপুরে গিয়ে একথা বললেন না। সাংসদ অর্জুন সিংয়ের কটাক্ষ, লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড তুললেন। দিদিমণি আপনি কি বুঝে গিয়েছেন আর ক্ষমতায় থাকবেন না। তাই কি লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড তুললেন। সাংসদের দাবি, দিদিমণি বুঝে গিয়েছেন নিজের কেন্দ্রে হারবেন। তাই নন্দীগ্রামে পালাচ্ছেন। ওখানে শুভেন্দু বসে আছে। শুভেন্দু আপনাকে ৫০ হাজার ভোটে হারাবে।
ভালো লোকেরা এ দলে থাকতে পারে না, বিষ্ফোরক তৃনমূল বিধায়ক প্রবীর ঘোষাল
নিজস্ব প্রতিনিধিঃ 'ভালো লোকেরা এ দলে থাকতে পারে না'। বিষ্ফোরক উত্তরপাড়ার তৃনমূল বিধায়ক প্রবীর ঘোষাল। প্রজাতন্ত্র দিবসের দিনই সাংবাদিক সম্মেলন করে দলের সমস্ত পদ থেকে পদত্যাগের কথা ঘোষণা করলেন। যদিও বিধায়ক পদ ছাড়ছেন না। তিনি বললেন, মানুষের কাজের জন্য বিধায়ক পদে থাকব। সোমবার হুগলির পুরশুড়ায় মুখ্যমন্ত্রীর জনসভায় প্রবীর ঘোষাল যাননি। দলের এক নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কথা অনেক নেতা শুনছেন না। খোদ উত্তরপাড়ার প্যারিমোহন কলেজের গভর্নিং বডি নিয়ে শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকে আঙ্গুলও তোলেন। নাম না করলেও তাঁর কেন্দ্রর সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় যে প্রবীর বাবুর নিশানায় তা স্পষ্টত বোঝাই গেল। তিনি নির্বাচনের মুখে বেসুরো হননি এই দাবি করে বলেন, 'লোকসভা নির্বাচনের পর থেকে ত্রুটি সামনে এনেছিলাম।
এই পরিস্থিতিতে কাজ করতে অভ্যস্ত নই। তোষামোদ করে চলার লোক আমি নই'। এদিন শুভেন্দু-রাজীব প্রসঙ্গে প্রবীর ঘোষাল কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো অস্বস্তিতে ফেললেন। রাজীবের মতো ভালো ছেলে দলে থাকতে পারল না আক্ষেপ করে প্রবীর বাবুর মন্তব্য, শুভেন্দু অধিকারী মস্ত বড় সংগঠক। হুগলির উত্তরপাড়ার বিধায়ক এই রাজ্যে অতি পরিচিত নাম। দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। ১৯৮২ সাল থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানেন। বিরোধী নেত্রী থাকার সময় থেকে প্রবীর ঘোষাল অজস্র খবর করেছেন।
Monday, January 25, 2021
বিজেপি কর্মী আক্রান্ত প্রতিবাদে নিমতা থানায় বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ এক সক্রিয় কর্মীকে বেধড়ক মারধরের প্রতিবাদে নিমতা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি। অভিযোগ, সোমবার ভোরে উত্তর দমদম পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী সুরজিৎ দাসকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। অভিযোগের তির তৃনমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই। আক্রান্ত কর্মী সুরজিৎ দাসের অভিযোগ, এদিন ভোর রাতে সুব্রত, রণ এবং লিও-সহ আরও কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাকে বাড়ি থেকে তুলে এনে পিটিয়ে ড্রেনে ফেলে দেয়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়ে এদিন দুপুরে নিমতা থানা ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকরা। উত্তর দমদম মন্ডল-২ সভাপতি দেবাশীষ চৌধুরী বলেন, সক্রিয় দলীয় কর্মীকে তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধোর করেছে। দোষীদের বিরুদ্ধে নিমতা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
Sunday, January 24, 2021
জয় শ্রীরামে মমতার এত হিংসা কেন, প্রশ্ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দের
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ ভিক্টোরিয়া মেমোরিয়ালে জয় শ্রীরাম ধ্বনি শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন নি। রবিবার বিকেলে নোয়াপাড়া কেন্দ্রের বিধায়ক সুনীল সিংয়ের অফিসে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, এই ধ্বনি বিজেপির নয়, জন ভাবনার ধ্বনি। মমতা যতই আটকাবার চেষ্টা করছেন, জয় শ্রীরাম স্লোগান ততই জোরদার হচ্ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর প্রশ্ন, জয় শ্রীরাম ধ্বনি নিয়ে মমতা ব্যানার্জির এত হিংসা কেন। এই বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন পশ্চিমবাংলায় স্বচ্ছ নির্বাচন করার সংকল্প নিয়েছে। তার জন্য সব রকমের সহযোগিতা করবে কেন্দ্রীয় সরকার। তিনি আরও বলেন, কলকাতা প্রতিবাদী, সমাজ সংস্কার, বিচার গুনসম্পন্ন ও সাংস্কৃতিক পীঠস্থানের রাজধানী। এই মাটি থেকেই ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি আজ থেকে ৭০ বছর আগে ৩৭০ ধারা বাতিলের দাবি তুলেছিলেন। তিনি জোরের সঙ্গে দাবি করলেন, ভয় দেখিয়ে ভোটারদের আটকানো যাবে না।
বাংলায় মমতার সরকারের পতন ঘটিয়ে পদ্ম ফুটবেই। এদিন তিনি একগুচ্ছ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। শিউলি দলীয় কার্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। বিজেপি কর্মী সাধন ঘোষের বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারেন। ব্যারাকপুর মনিরামপুরে শহীদ মঙ্গল পান্ডের মূর্তিতে মালা দিয়ে সন্ধেতে গারুলিয়ার আজাদ হিন্দ ক্লাবের মাঠে চায়ে পে চর্চা কর্মসূচিতে অংশ নেন।
Saturday, January 23, 2021
দুষ্কৃতীরা সটান ঘরে ঢুকে গুলি করে খুন করল টিটাগড়ে
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ দুষ্কৃতীদের গুলিতে খুন রাজমিস্ত্রি। শনিবার সন্ধ্যেয় ঘটনাটি ঘটেছে টিটাগড় থানার ব্যারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আলি হায়দার রোডের গোয়ালা পাড়ায়। মৃতের নাম গুনামি খান (৪০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যেতে বাইকে চেপে দুই দুষ্কৃতী আসে। সিঁড়ি বেয়ে বাড়ির দ্বিতলের ঘরে উঠে গুনামির মাথায় গুলি করলে ঘটনাস্থলেই ওঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়ায় গোয়ালা পাড়ায়। কি কারনে এই খুন, তা তদন্ত করে দেখছে টিটাগড় থানার পুলিশ। মৃতের মেয়ে কারিশমা খান জানান, দোকানে গিয়েছিলাম বিকট শব্দ শুনে ছুটে আসি। তখন সিঁড়ি বেয়ে নীচে নামার সময় ওরা তাকে ধাক্কা মেরে ফেলে পালিয়ে যায়।
Friday, January 22, 2021
সি বি আই এবার কালীঘাটের চোরদের ধরবে দাবি লকেটের
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ সিবিআই এবার কালীঘাটে পৌঁছবে। আর কালীঘাটের চোরদের ধরবে। শুক্রবার বিকেলে জগদ্দলের কেউটিয়া মন্টু কলোনীতে জনজাগরণ সভায় যোগ দিয়ে এমনটাই বললেন বিজেপি নেত্রী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মমতা ব্যানার্জি ভয়ে ভবানীপুরে দাঁড়াতে চাইছেন না। নন্দীগ্রামে প্রার্থী হতে চাইছেন। তবে উনি যেখানেই দাঁড়াবেন, সেখানেই পরাজিত হবেন। লকেটের সাফ বক্তব্য, আগামীদিনে পিসি-ভাইপো ছাড়া ওই দলে কেউ থাকবে না। তৃনমূল চোর-ডাকাত-দুর্নীতিবাজদের দল। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, তৃণমূলে ভালো মানুষদের জায়গা নেই।
চোর-ডাকাত সামনের সারিতে। আর ভালো মানুষ পিছনের সারিতে। এদিনের সভায় যোগ দেবার আগে মন্টু কলোনীর কয়েকটি বাড়ি থেকে এক মুঠি চাল সংগ্রহ করলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিনের সভায় হাজির ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর জেলার সভাপতি রবীন ভট্টাচার্য, ব্যারাকপুর জেলার যুব মোর্চার সভাপতি সাগর রায় ও মহিলা মোর্চার সভানেত্রী অপর্ণা বল, তফসিলি মোর্চার সভাপতি গৌর বিশ্বাস, বিজেপি নেতা অরুন ব্রহ্ম, জেলার কিষান মোর্চার সম্পাদক ও পর্যবেক্ষক যথাক্রমে জ্যোতির্ময় ভট্টাচার্য ও শিবনাথ মাহাতো, হালিশহর পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান রাজা দত্ত, জেলা কমিটির সদস্য সমীর দত্ত প্রমুখ।
বিজেপির দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কাঁচরাপাড়ায়
নিজস্ব প্রতিনিধিঃ বিজেপি লেখা দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে কাঁচরাপাড়া পুরসভার ১৫নং ওয়ার্ডের মানিকতলা রমেশ গোস্বামী রোড এলাকায়৷ স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বিজেপি কর্মীরা ওই এলাকায় বেশ কয়েকটি দেওয়াল চুনকাম করে বিজেপির পদ্মফুল এঁকেছিল৷ কিন্তু কে বা কারা বিজেপি লেখা দেওয়ালগুলিতে তৃণমূল লিখে দেয়৷ শুক্রবার সকালে বিজেপি কর্মীরা দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন৷ স্থানীয় বিজেপি কর্মী সজল হালদার বলেন, আমরা কয়েকটি দেওয়াল চুনকাম করেছিলাম।
কয়েকটি দেওয়ালে পদ্মফুল এঁকে রেখেছিলাম কিন্তু দেওয়ালগুলিতে তৃণমূল লিখে দিয়েছে৷ বিজেপির বীজপুর মন্ডল-২ সভাপতি নরেন রায়ের অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতিরা চুনকাম করা দেওয়ালগুলিতে তৃণমূল লিখে দখল নিয়েছে৷ এই ঘটনা নিয়ে বীজপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অবশ্য তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷
Thursday, January 21, 2021
দুষ্কৃতীদের গুলিতে জখম যুবক জগদ্দলের কলাবাগান লাইনে
নিজস্ব প্রতিবেদন,ব্যারাকপুরঃ দুষ্কৃতীদের গুলিতে জখম এক যুবক। বৃহস্পতিবার রাত ৯-২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার কলাবাগান জুটমিল লাইনে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কলাবাগান লাইনে। ঘটনাস্থলে ভাটপাড়া ও জগদ্দল থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী। পেটে গুলিবিদ্ধ যুবক অনুপ চৌধুরীকে (৩০) ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জখমের দিদি শুশুমা চৌধুরী জানান, বহু বছর ভাই বাড়িতে ছিল না। আতপুরে দিদির বাড়িতে ছিল। এদিন বিকেলে আসে স্বাস্থ্য সাথী কার্ড করার জন্য। রাতে বাড়িতে খেতে আসলে দুষ্কৃতীরা হামলা চালায়।
সাফাই অভিযানে বিজেপির যুব মোর্চার কর্মীরা ভাটপাড়ায়
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ যুব চেতনা সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার বিজেপির যুব মোর্চার কর্মীরা সাফাই অভিযান করলেন ভাটপাড়ায়। এদিন সকালে পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে নোংরা-আবর্জনা সাফাই করলেন কর্মীরা। এরপর হাসপাতাল চত্বরে তারা ব্লিচিং পাউডারও ছিটিয়ে দেন। এদিনের সাফাই অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার সুবাই দাস, গৌরব সিং, সন্তোষ চৌরাশিয়া, দীপক সাউ, পিন্টু সাউ, প্রদীপ মুখার্জি-সহ অন্যান্যরা। এদিনের কর্মসূচি প্রসঙ্গে যুব মোর্চার তরফে সুবাই দাস বলেন, যুব চেতনা সপ্তাহ উপলক্ষে তাদের এই সাফাই অভিযান।
Wednesday, January 20, 2021
বাম জমানায় লড়াকু নৈহাটির সনৎ দে বীতশ্রদ্ধ হয়ে যুব পদে ইস্তফা দিলেন
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ আচমকা সিদ্ধান্ত। সভামঞ্চে থাকা দলীয় নেতারাও হতবাক। বুধবার বিকেলে নৈহাটিতে মদন মিত্রের সভা মঞ্চে দাঁড়িয়ে তৃনমূল যুব সভাপতির পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করলেন নৈহাটির পুরপ্রশাসক মন্ডলীর সদস্য সনৎ দে। তাঁর এই ঘোষণায় হতবাক সভায় উপস্তিত দলীয় কর্মীরা। তবে কি কারনে তার এই পদত্যাগ। ব্যাখ্যায় সনৎ দে-র দাবি করলেন, তার সুগার বেড়েছে। শারীরিকভাবে তিনি অসুস্থ। সেই কারণে পদত্যাগ করলাম। তবে দলের একজন সাধারণ কর্মী হয়ে কাজ চালিয়ে যাব। তিনি জানিয়েছেন, জেলা সভাপতির কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেবেন। যদিও এদিন সভামঞ্চে তার বক্তৃতায় দলবাজির কথা উঠে এসেছে। তাঁর অফিসে আটবার হামলা হয়েছে। কিন্তু অভিযুক্তরা কেউ ধরা পড়েনি। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সনৎ দে-র ইঙ্গিত দলবাজির কারণেই অপরাধীদের পুলিশ ধরছে না।
সূত্রে খবর, ইদানিং এক স্বঘোষিত যুব নেতার সঙ্গে সনতের কাজিয়া তুঙ্গে। সেই যুব নেতা বিধায়কের খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। তাতেই ক্ষোভ বেড়েছে দুর্দিনের ঘাসফুলের লড়াকু সৈনিক সনৎ দে-র। এখানেই শেষ নয়, সূত্র জানাচ্ছে, বিভিন্ন ইস্যুতে ইদানিং পুরপ্রধান গোষ্ঠীর লোকজনের সঙ্গে সনৎ শিবিরের লোকজনের বিবাদ ঘিরে একাধিকবার মারপিটের ঘটনা ঘটেছে। এতেও ক্ষোভ জন্মেছিল সনতের। বলা বাহুল্য, একরাশ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে সনতের এই ইস্তফা।
জগদ্দলের নয়া বাজারে বোমাবাজি, আতঙ্কে ব্যবসায়ী ও বাসিন্দারা
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ বোমাবাজি কিছুতেই থামছে না ব্যারাকপুর শিল্পাঞ্চলে। মঙ্গলবার রাতে জগদ্দলের ১৮ নম্বর ওয়ার্ডের নয়াবাজারে টিনের ছাউনির ওপর বোমাবাজির জেরে আতঙ্ক ছড়ালো ওই এলাকায়। অভিযোগ, দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে ওই বাজারের টিনের শেডে বড় ফাটল দেখা দিয়েছে। তাছাড়া বোমার সরঞ্জামের টুকরো পাশে দুর্গা মন্ডপের সামনে ছড়িয়ে ছিল। বুধবার সকালে ব্যবসায়ীরা ও স্থানীয় বাসিন্দারা জমায়েত হয়ে ক্ষোভ দেখান। অভিযোগ উঠেছে, বাজার সন্নিহিত মসজিদের কাছে পুলিশের গাড়ি দাঁড়িয়ে ছিল। তাদেরকে বোমাবাজির ঘটনা জানানো সত্ত্বেও পুলিশ উদাসীন ছিল। উল্টে পুলিশ স্থানীয়দের সিসিটিভি ক্যামেরা বসানোর কথা বলেছে। বাজারের সবজি বিক্রেতা শঙ্কর সিং বলেন, কি কারনে বাজারের ছাউনিতে বোমাবাজি করা হল, তা জানি না।
অর্জুন গড়ে বিজেপির গরম চায়ে মুখরোচক বাবুসোনা, টুম্পাসোনা, টিকাসোনা
চিত্ত ওঝাঃ বাম রাজনীতির শেষ দশকের গুনবলীগুলো বহু আগেই রাজ্যে জাকিয়ে বসেছে। সেই সঙ্গে কিছু কিছু বিষয়ে বামেদেরও টেক্কা দিতে পেরছে শাসকদল তৃনমূল কংগ্রেস। এমনটাই মত বিরোধী সহ সুচিন্তিত মানুষদের। ব্যারাকপুর শিল্পাঞ্চল এর ব্যাতিক্রম নয়। ২০১৯ এর লোকসভা ভোটের শুরু থেকে এযাবৎ পর্যন্ত রাজনৈতিক হিংসার তালিকায় শীর্ষে ব্যারাকপুর। টিটাগড় থানার সামনে বিজেপি নেতা আইনজীবী মনীশ শুক্লাকে গুলি করে হত্যা, তারপরই হালিসহরে বিজেপি কার্যকর্তা তরতাজা সৈকত ভাওয়ালকে দিনের আলোয় রাস্তায় ফেলে পিটিয়ে খুন বাম জমানাকেও হার মানিয়েছে। বীজপুর থেকে ব্যারাকপুরে প্রতিরাতে কোথাও না কোথাও বোমাবাজি, গুলি, ভাঙচুরের ঘটনা ঘটেই চলেছে। যদিও নাগাড়ে এসব দেখতে দেখতে শিল্পাঞ্চলের মানুষের গা সওয়া হয়ে গেছে।
এই তল্লাটে রাজনীতি এখন করে কম্মে খাওয়াদের দখলে। বামেদের বিরুদ্ধে লড়াইয়ের বহু মুখ অসন্মানিত হতে হতে বসে গেছে। ক্ষমতার বলয়ে যারা রয়েছেন তাদের জীবন-যাপন আর সম্পত্তির বহর মাত্র এই ক'বছরে বাম ইতিহাস মুছে দিয়েছে। যদিও তৃনমূলের দুই কান্ডারী মুকুল রায় ও অর্জুন সিং বিজেপিতে যাওয়ার পরই সিংহভাগ মুখ এখন পদ্ম শিবিরে। তাঁরা পুষে রাখা অপমানের জ্বালা মেটাতে দিন গুনছিল। কার্যত '১৯ শের ভোটে অর্জুন সিংকে জিতিয়ে কিছুটা ক্ষোভ মিটিয়ে নিল। শিল্পাঞ্চলে দুর্দিনের অর্জুন ঘনিষ্ঠরা একবাক্যে বলেন, লড়াকু অর্জুনের ভয়ে তৃনমূল এখানে ছন্নছাড়া। কে ওদের নেতা, কে অভিনেতা করে কম্মে খাওয়া কর্মীরা বুঝে উঠতে পারছে না। তারওপর পুলিশ ঘেরা দু-চার পিস নেতা নামিয়ে মানুষের চোখে সার্কাসের জোকার বানিয়ে তুলল। ইদানিং মুকুল পুত্র বিধায়ক শুভ্রাংশু রায় চায়ে পে চর্চা'য় তৃনমূলের ওই দুই নেতাকে ভালোবেসে তাই ডাকেন বাবুসোনা ও টুম্পাসোনা। কিন্তু শুভ্রাংশুকে ছাপিয়ে গিয়ে ব্যারাকপুর জুড়ে বিজেপি কর্মীরা আরো একজনের নাম দিয়েছেন 'টিকাসোনা'। কেননা তিনি আগে ভাগেই করোনা টিকা নিয়ে ফেলেছেন। লোভ ছাড়তে পারেননি।
Tuesday, January 19, 2021
বাংলাকে পাকিস্তান হতে দেব না হুঁশিয়ারি অর্জুন সিংয়ের
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ বাংলাকে পাকিস্তান হতে দেব না। মঙ্গলবার সকালে ভাটপাড়ার ১০ নম্বর ওয়ার্ডে চায়ে পে চর্চায় যোগ দিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন সাংসদ অর্জুন সিং। তাঁর কথায়, বাংলা স্বাধীনভাবে থাকবে। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় পুরানো সংস্কৃতি ফিরে আসবে। শ্যামপ্রসাদ মুখার্জির স্বপ্ন বাস্তবায়িত হবে। পুরানো স্মৃতি স্মরণে এনে সাংসদ বলেন, তৃনমূল করার সময় উপলব্ধি করেছিলাম মানুষের কন্ঠরোধ করার চেষ্টা করছে। তখন মত পরিবর্তন করলাম। দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিলাম। কাঁকিনাড়ার মানিকপীর বাজারে বট গাছ কেটে ফেলার বিরুদ্ধে এদিন ফের সরব হলেন সাংসদ অর্জুন সিং।
এদিন তিনি ফের দাবি করলেন, বাংলায় পরিবর্তনের পরিবর্তন আসছে। বাংলার মানুষ আরেকটা পরিবর্তন চাইছেন। এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন ভাটপাড়া মন্ডল-২ ও ৩ সভাপতি যথাক্রমে বিশ্বজিৎ মিশ্র ও মহেশ সাউ, ভাটপাড়া মন্ডল-২ সম্পাদক সর্বন সাউ, যুব নেতা অরুন সাউ, মুন্না সিং, দীপঙ্কর ভট্টাচার্য, রাজ বিশ্বাস, গৌতম সরকার, অরবিন্দ সিং, প্রদ্যুত ঘোষ, সুবাই দাস, বর্ষীয়ান বিজেপি নেতা স্বপন বিশ্বাস, কিষান মোর্চার অরুন মৈত্র, বিশ্বজিৎ অধিকারী ও শম্ভু অধিকারী, মহিলা মোর্চার সৌমি দে ও চৈতালি ভট্টাচার্য-সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানে যুব নেতা দীপঙ্কর ভট্টাচার্য হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃনমূলের সঙ্গে আঁতাত করে থাকা কমরেডদের মোক্ষম জবাব দেওয়া হবে। বিজেপি ক্ষমতায় এলে সুকান্ত দ্বীপের সবুজ কমরেডরা গর্তে লুকোবে।
Monday, January 18, 2021
দেওয়াল থেকে বিজেপি মুছে তৃনমূল লিখে দেবার অভিযোগ ইছাপুরে
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ দেওয়াল চুনকাম করেছিল বিজেপি। সেখানে মুছে দিয়ে তৃনমূল লিখে দেবার অভিযোগ উঠল নোয়াপাড়া থানার উত্তর ব্যারাকপুর ১৪ নম্বর ওয়ার্ডের ইছাপুর কণ্ঠাধারে। বিষয়টি বিজেপি কর্মীদের নজরে এলে তারা উত্তেজিত হয়ে পড়েন। বিজেপির নোয়াপাড়া মন্ডল-৩ সভাপতি সুপ্রিয় দে'র অভিযোগ, রবিবার রাতের অন্ধকারে সাদা চুনকাম করা বেশ কয়েকটি দেওয়ালে বিজেপি লেখা মুছে তৃনমূল লিখে দেওয়া হয়েছে।
এই বিষয়ে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তর ব্যারাকপুর পুরসভার পুর প্রশাসক মলয় ঘোষ বলেন, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। যদিও তারা এভাবে দেওয়াল দখলের ঘোরতর বিরোধী।
তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি-গুলি গারুলিয়ায়
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ তৃনমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে বোমাবাজি ও গুলির ঘটনায় তপ্ত নোয়াপাড়া থানার গারুলিয়ায়। অভিযোগ, রবিবার রাতে গারুলিয়া পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বিদায়ী পুরমাতা দীপা সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। পুরমাতার দেওরের হোটেল ভাঙচুর চালিয়ে বোমা মারার অভিযোগ উঠেছে। দীপা দেবীর দেওরের অভিযোগ, ওইদিন রাতে শ্যামনগর পাওয়ার হাউজ এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতী রাজু তেওয়ারি ও সুরজ তেওয়ারি দলবল নিয়ে তাদের বাড়ির সামনে বোমাবাজি করেছে এবং গুলি চালিয়েছে। অভিযোগ উঠেছে, রাজু ও সুরজ ভাটপাড়ার তৃনমূল আশ্রিত সোমনাথ শ্যাম শিবিরের। সনু সিং বলেন, মদ্যপ অবস্থায় ওরা তীব্র ভাষায় গালিগালাজ করছিল। বাসিন্দারা প্রতিবাদ করলে ওরা পিস্তল বের করে।
তখন উত্তেজিত জনতা ওদেরকে মারধোর করে। সেইসময় পুলিশের গাড়ি দেখে ওরা পালিয়ে যায়। সনু সিংয়ের আরও অভিযোগ, ঘন্টা দেড়েক বাদে বাইকে চেপে ১০-১২ জন দুষ্কৃতী এসে হামলা চালায়। ওরা তাদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে এবং গুলি চালায়। জানলার কাঁচ ভেঙে ঘরে ঢুকে গুলি আলমারিতে লেগেছে। সূত্র বলছে, সনু সিং গারুলিয়ার পুর প্রশাসক সঞ্জয় সিং শিবিরের। নোয়াপাড়ার বিজেপি বিধায়ক সুনীল সিংয়ের অভিযোগ, শ্যামনগর পাওয়ার হাউজের বাসিন্দা তৃনমূল আশ্রিত দুষ্কৃতী রাজু ও সুরজ তেওয়ারি। ওরা আতপুরের বন্ধ রামস্বরুপ কারখানা থেকে লোহার যন্ত্রপাতি দেদার চুরি করছে। ওরা জগদ্দল বিধানসভা এলাকায় অশান্তি চালানোর পর, নোয়াপাড়া অশান্ত করার চেষ্টা করছে। গারুলিয়ার তৃনমূল নেতা পঙ্কজ দাসের দাবি, দুই দুষ্কৃতীদের দুটি গোষ্ঠীর লড়াইয়ে জেরে ওখানে বোমাবাজির ঘটনা ঘটেছে। এই ঘটনায় তৃনমূলের কেউ জড়িত নয়।
Sunday, January 17, 2021
দক্ষিণ ২৪ পরগনায় ৩১ আসনের মধ্যে ২৭ টি জিতবে বিজেপি, দাবি অর্জুনের
নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ দক্ষিণ ২৪ পরগণা নাকি তৃনমূলের শক্ত ঘাঁটি। ওই জেলাতে ৩১টি আসনের মধ্যে ২৭ টিতে জয়লাভ করবে বিজেপি। রবিবার সকালে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের কাঁকিনাড়া কাছারি রোডে চায়ে পে চর্চায় অংশ নিয়ে এমনটাই দাবি করলেন সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন, আপনাদের আশীর্বাদে গোটা বাংলা ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছি। ঘুরে উপলব্ধি করেছি, বিজেপিকে আর কেউ আটকে রাখতে পারবে না। এবারে বাংলায় বিজেপির জয় নিশ্চিত। সরকার আসবেই। এমনকি সংখ্যালঘুরাও তৃনমূল থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। বিজেপির রাজ্য সহ-সভাপতি অর্জুন সিং বলেন, শতাব্দী রায় টোপ গিলেছেন। দেখুন উনি কতদিন ওই দলে থাকে। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ধান্দার জন্য মানিকপীর বাজারে ব্যবসা করার জন্য অতি প্রাচীন একটি বট গাছ কেটে ফেলা হয়েছে। গাছ কাটা নিষিদ্ধ। কিন্তু ওরা তা মানছে না। বিল্ডিং গড়া হলেও সেটা কিন্তু ভেঙে ফেলা যায়। এদিনের চায়ে পে চর্চা কর্মসূচিতে হাজির ছিলেন ভাটপাড়া মন্ডল-২ ও ৩ সভাপতি যথাক্রমে বিশ্বজিৎ মিশ্র ও মহেশ সাউ, বিদায়ী কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, মন্ডল-২ সম্পাদক সর্বন সাউ,যুব নেতা অরুন সাউ, রাজ বিশ্বাস, অজিত সাউ, রামা শঙ্কর শুক্লা, কিষান মোর্চার বিশ্বজিৎ অধিকারী ও শ্রমিক নেতা বিনয় মন্ডল-সহ অন্যান্য নেতৃবৃন্দ।ম
Saturday, January 16, 2021
কিষাণ মোর্চার চাটাই বৈঠক জগদ্দল গ্রামীণে
নিজপ্রতিনিধিস্ব, ব্যারাকপুরঃ সামনেই বিধানসভা নির্বাচন। ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপির কিষান মোর্চাও। ভোট ব্যাঙ্ক বাড়াতে জনসংযোগে জোর দিয়েছে ব্যারাকপুর সাংগঠনিক জেলার কৃষাণমোর্চা। শনিবার জগদ্দল-৩ মন্ডলের পানপুর-কেউটিয়া পঞ্চায়েতের ৩১ নম্বর বুথে জগদ্ধাত্রীতলায় চাটাই বৈঠক করল কিষান মোর্চার সদস্যরা। এদিন তারা ওই মন্ডলের ১১,১২ ও ১৩ নম্বর বুথে 'এক মুঠো চাল সংগ্রহ' কর্মসূচি করেন। জগদ্দল-৩ মণ্ডলের মুকুন্দপুর গ্রামে ৩০ নম্বর বুথে অনুষ্ঠিত হল চায়ে পে চর্চা। এই কর্মসূচির অন্যতম উদ্যক্তা অজয় ঢালী। কৃষি বিলের গুরুত্ব বোঝাতে ব্যারাকপুর সাংগঠনিক জেলার কৃষি মোর্চা সভাপতি অভিজিৎ বিশ্বাস, কৃষি সুরক্ষা প্রমুখ শিবনাথ মাহাতো, সাধারণ সম্পাদক জ্যোতির্ময় ভট্টাচার্য ও প্রসেনজিৎ সাহা, বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, অরুন ব্রহ্ম, অনামিকা ঘোষ, জেলার যুব মোর্চা সভাপতি সাগর রায়, মন্ডল সভাপতি নারায়ণ বিশ্বাস ও জেলার কোষাধ্যক্ষ সুনীল দে হাজির ছিলেন।
ব্যারাকপুর, ভাটপাড়া হাসপাতালে স্বাস্হ্য কর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়া হল
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ এবার রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্য কর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হল। শনিবার ব্যারাকপুর বি এন বসু ও ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান-সহ স্বাস্থ্য কর্মীরা ভ্যাকসিন নিলেন। ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে প্রথম ভ্যাকসিন নিলেন হাসপাতাল সুপার সুদীপ্ত ভট্টাচার্য। তাছাড়া ওই হাসপাতালেই ভ্যাকসিন নিলেন স্থানীয় বিজেপি বিধায়ক শীলভদ্র দত্ত ও ব্যারাকপুরের পুর প্রশাসক উত্তম দাস।
হাসপাতালের সুপার সুদীপ্ত ভট্টাচার্য বলেন, এদিন একশো জন সহকর্মীকে ভ্যাকসিন দেওয়া হল। এখানে রয়েছেন ৫৪০ জন বেনিফিসিয়ারি। ভ্যাকসিন নেবার পর আমরা সকলেই সুস্থ আছি। শরীরে কোনও সমস্যা হয়নি। তবে ২৮ দিন বাদে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
Subscribe to:
Posts (Atom)
-
চিত্ত ওঝাঃ ব্যারাকপুরে বিজেপিকে হাস্যকর জায়গায় নামিয়ে এনেছে বেশ কিছু হিন্দুত্ববাদি সংগঠন। সঙ্গে বেশ কিছু পুরনো বিজেপি কর্তা। ...
-
নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটীতে আসছেন শুভেন্দু অধিকারী। আর জি কর কান্ডে নাগরিক আন্দোলনের ওপর হামলার ঘটনায় তিনি একটি প্রতিবাদ মিছিলে ...
-
নিজস্ব প্রতিনিধিঃ ২০২৬ সালে বঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্...