Monday, January 25, 2021

বিজেপি কর্মী আক্রান্ত প্রতিবাদে নিমতা থানায় বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ এক সক্রিয় কর্মীকে বেধড়ক মারধরের প্রতিবাদে নিমতা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি। অভিযোগ, সোমবার ভোরে উত্তর দমদম পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের  বিজেপি কর্মী সুরজিৎ দাসকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। অভিযোগের তির তৃনমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই।  আক্রান্ত কর্মী সুরজিৎ দাসের অভিযোগ, এদিন ভোর রাতে সুব্রত, রণ এবং লিও-সহ আরও  কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাকে বাড়ি থেকে তুলে এনে পিটিয়ে ড্রেনে ফেলে দেয়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়ে এদিন দুপুরে নিমতা থানা ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকরা। উত্তর দমদম মন্ডল-২ সভাপতি দেবাশীষ চৌধুরী বলেন, সক্রিয় দলীয় কর্মীকে তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধোর করেছে। দোষীদের বিরুদ্ধে নিমতা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 
অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করা হলে, তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃনমূল নেতৃত্ব। তাদের দাবি, ওদের গোষ্ঠী কাজিয়ায় এই ঘটনা ঘটেছে। কিন্তু ওরা তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে।

No comments:

Post a Comment