Sunday, January 24, 2021

জয় শ্রীরামে মমতার এত হিংসা কেন, প্রশ্ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দের

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুরঃ ভিক্টোরিয়া মেমোরিয়ালে জয় শ্রীরাম ধ্বনি শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন নি। রবিবার বিকেলে নোয়াপাড়া কেন্দ্রের বিধায়ক সুনীল সিংয়ের অফিসে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, এই ধ্বনি বিজেপির নয়, জন ভাবনার ধ্বনি। মমতা যতই আটকাবার চেষ্টা করছেন, জয় শ্রীরাম স্লোগান ততই জোরদার হচ্ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর প্রশ্ন, জয় শ্রীরাম ধ্বনি নিয়ে মমতা ব্যানার্জির এত হিংসা কেন। এই বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন পশ্চিমবাংলায় স্বচ্ছ নির্বাচন করার সংকল্প নিয়েছে। তার জন্য সব রকমের  সহযোগিতা করবে কেন্দ্রীয় সরকার। তিনি আরও বলেন, কলকাতা প্রতিবাদী, সমাজ সংস্কার, বিচার গুনসম্পন্ন ও সাংস্কৃতিক পীঠস্থানের রাজধানী। এই মাটি থেকেই ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি আজ থেকে ৭০ বছর আগে ৩৭০ ধারা বাতিলের দাবি তুলেছিলেন। তিনি জোরের সঙ্গে দাবি করলেন, ভয় দেখিয়ে ভোটারদের আটকানো যাবে না।  
বাংলায় মমতার সরকারের পতন ঘটিয়ে পদ্ম ফুটবেই। এদিন তিনি একগুচ্ছ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। শিউলি দলীয় কার্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। বিজেপি কর্মী সাধন ঘোষের বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারেন। ব্যারাকপুর মনিরামপুরে শহীদ মঙ্গল পান্ডের মূর্তিতে মালা দিয়ে সন্ধেতে  গারুলিয়ার আজাদ হিন্দ ক্লাবের মাঠে চায়ে পে চর্চা কর্মসূচিতে অংশ নেন।

No comments:

Post a Comment