Saturday, January 23, 2021

দুষ্কৃতীরা সটান ঘরে ঢুকে গুলি করে খুন করল টিটাগড়ে

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ দুষ্কৃতীদের গুলিতে খুন রাজমিস্ত্রি। শনিবার সন্ধ্যেয় ঘটনাটি ঘটেছে টিটাগড় থানার ব্যারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আলি হায়দার রোডের গোয়ালা পাড়ায়। মৃতের নাম গুনামি খান (৪০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যেতে বাইকে চেপে দুই দুষ্কৃতী আসে। সিঁড়ি বেয়ে বাড়ির দ্বিতলের ঘরে উঠে গুনামির মাথায় গুলি করলে ঘটনাস্থলেই ওঁর মৃত্যু হয়।  ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়ায় গোয়ালা পাড়ায়। কি কারনে এই খুন, তা তদন্ত করে দেখছে টিটাগড় থানার পুলিশ। মৃতের মেয়ে কারিশমা খান জানান, দোকানে গিয়েছিলাম বিকট শব্দ শুনে ছুটে আসি। তখন সিঁড়ি বেয়ে নীচে নামার সময় ওরা তাকে ধাক্কা মেরে ফেলে পালিয়ে যায়। 
ওপরে এসে দেখি বাবা মেঝেতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুর প্রশাসক উত্তম দাসের দাবি, মৃত যুবক তাদের দলের সক্রিয় কর্মী। পুলিশকে সব জানানো হয়েছে। পুলিশ তদন্ত করছে।

No comments:

Post a Comment