Friday, January 22, 2021

সি বি আই এবার কালীঘাটের চোরদের ধরবে দাবি লকেটের

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ সিবিআই এবার কালীঘাটে পৌঁছবে। আর কালীঘাটের চোরদের ধরবে। শুক্রবার বিকেলে জগদ্দলের কেউটিয়া মন্টু কলোনীতে জনজাগরণ সভায় যোগ দিয়ে এমনটাই বললেন বিজেপি নেত্রী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মমতা ব্যানার্জি ভয়ে ভবানীপুরে দাঁড়াতে চাইছেন না। নন্দীগ্রামে প্রার্থী হতে চাইছেন। তবে উনি যেখানেই দাঁড়াবেন, সেখানেই পরাজিত হবেন। লকেটের সাফ বক্তব্য, আগামীদিনে পিসি-ভাইপো ছাড়া ওই দলে কেউ থাকবে না। তৃনমূল চোর-ডাকাত-দুর্নীতিবাজদের দল। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, তৃণমূলে ভালো মানুষদের জায়গা নেই। 
চোর-ডাকাত সামনের সারিতে। আর ভালো মানুষ পিছনের সারিতে। এদিনের সভায় যোগ দেবার আগে মন্টু কলোনীর কয়েকটি বাড়ি থেকে এক মুঠি চাল সংগ্রহ করলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিনের সভায় হাজির ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর জেলার সভাপতি রবীন ভট্টাচার্য, ব্যারাকপুর জেলার যুব মোর্চার সভাপতি সাগর রায় ও মহিলা মোর্চার সভানেত্রী অপর্ণা বল, তফসিলি মোর্চার সভাপতি গৌর বিশ্বাস, বিজেপি নেতা অরুন ব্রহ্ম, জেলার কিষান মোর্চার সম্পাদক ও পর্যবেক্ষক যথাক্রমে জ্যোতির্ময় ভট্টাচার্য ও শিবনাথ মাহাতো, হালিশহর পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান রাজা দত্ত, জেলা কমিটির সদস্য সমীর দত্ত প্রমুখ।

No comments:

Post a Comment